ব্রিগেডে অনিশ্চিত তেজস্বী, অখিলেশ

তবে তৃণমূল শিবিরের আশা, ব্যক্তিগত ভাবে অখিলেশ কলকাতায় আসতে না পারলে তাঁর কোনও প্রতিনিধিকে পাঠাতে পারেন। কংগ্রেস শিবিরও এখনও পর্যন্ত ব্রিগেড সমাবেশে আসার ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি বলে তৃণমূল সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৪:০৪
Share:

তৃণমূলের ব্রিগেড সমাবেশে আরজেডি নেতা তেজস্বী যাদবের আসার সম্ভাবনা খুবই কম। সমাবেশের দিন ১৯ জানুয়ারি একটি মামলায় তাঁর দিল্লির আদালতে হাজিরা দেওয়ার কথা। সে কারণে তিনি নিজে কলকাতায় আসতে না পারলে তাঁর প্রতিনিধি হিসেবে জয়প্রকাশ যাদবকে ব্রিগেডে পাঠাবেন বলে শনিবার তেজস্বী পটনায় জানিয়েছেন।

Advertisement

অন্য দিকে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও আসতে পারবেন কি না, এখনও নিশ্চিত নয়। তবে তৃণমূল শিবিরের আশা, ব্যক্তিগত ভাবে অখিলেশ কলকাতায় আসতে না পারলে তাঁর কোনও প্রতিনিধিকে পাঠাতে পারেন। কংগ্রেস শিবিরও এখনও পর্যন্ত ব্রিগেড সমাবেশে আসার ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি বলে তৃণমূল সূত্রের খবর। তবে বিজেপি-বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ওই সভায় কুমারস্বামী, দেবগৌড়া, ফারুক আবদুল্লা, চন্দ্রবাবু নায়ডু, অরবিন্দ কেজরিবাল, যশবন্ত সিন্হা, শত্রুঘ্ন সিংহ, স্ট্যালিন-সহ অনেকেই আসবেন বলে শুক্রবার তৃণমূল নেত্রী নিজেই জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন