Weather Forecast

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আগামী ৩ দিন ঠান্ডা পড়বে কলকাতায়, তার পর বাড়বে তাপমাত্রা

কলকাতার এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেল ১৫ ডিগ্রির নীচে। রবিবার আরও নামতে পারে পারদ। তবে এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৯
Share:

কলকাতার এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেল ১৫ ডিগ্রির নীচে। রবিবার আরও নামতে পারে পারদ। তবে এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। দু’-এক দিনের মধ্যে সেই অক্ষরেখা নিম্নচাপে পরিণত হবে। ফলে আগামী সপ্তাহের বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতার পারদ চড়তে পারে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। এ দিন মরসুমের সবচেয়ে শীতলতম দিন ছিল। অন্য দিকে, দার্জিলিঙে ৩ থেকে ৪ ডিগ্রিতে ঘোরাফেরা করছে পারদ। শুক্রবার সান্দাকফুতে বরফ পড়েছে। দার্জিলিঙের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার ফলে এখন কনকনে ঠান্ডা পাহাড়ে। উত্তরের পাশাপাশি তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও।

Advertisement

আরও পড়ুন: ‘রাজ্য এত দিন চুপ করে বসে থাকল! কিচ্ছু করল না!’, রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। সমুদ্রসৈকত দিঘাতেও আবহাওয়া মনোরম। সকালের দিকে ভালই ঠান্ডা পড়ছে। কিন্তু নিম্নচাপের ফলে সাগর থেকে জলীয়বাস্প ঢুকলে উত্তরে হাওয়া বাধা পাবে। তার ফলে তাপমাত্রা বাড়বে। গরম বাড়লেও, তা দীর্ঘ স্থায়ী হবে না বলেও আলিপুর আবহওয়া দফতর সূত্রে খবর। ১৫ ডিসেম্বরের পর রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন