West Bengal Weather Update

শীতের ঝাঁজ কমছে মাঘে, দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, চড়ল কলকাতার পারদও, ফের ঠান্ডা বাড়তে পারে?

পারদ নামলেও ঠান্ডা আর হাড়কাঁপানো নয়। সোমবারও কলকাতার তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:৩১
Share:

কলকাতায় তাপমাত্রা আগের চেয়ে বেশ খানিকটা বেড়েছে। —ফাইল চিত্র।

মাঘের শীতে পৌষের ঝাঁজ আর নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পারদ নামলেও ঠান্ডা আর হাড়কাঁপানো নয়। সোমবারও কলকাতার তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

Advertisement

রবিবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। সোমবার সামান্য বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, তা-ও স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার। তার ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। তবে কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারেও।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। তার পরের চার দিনে তাপমাত্রার বড় কোনও হেরফের আর হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রা একইরকম থাকবে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রার বিচারে সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম নদিয়ার কল্যাণী (৯.৬ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া, পানাগড়ে তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে পারদ নেমেছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামেনি। পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে। কেবল কলকাতার উপকণ্ঠে সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৪.৩ ডিগ্রি পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement