West Bengal Weather Update

কলকাতায় পারদ চড়লেও হাড় কাঁপাচ্ছে জেলার ঠান্ডা! শীতের লড়াইয়ে দার্জিলিঙের পরেই বীরভূম, কোথায় তাপমাত্রা কত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ রয়েছে। তবে তার সরাসরি কোনও প্রভাব পশ্চিবঙ্গের উপর নেই। আপাতত রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। জাঁকিয়ে শীত পড়েছে সর্বত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১০:০৫
Share:

রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। —ফাইল চিত্র।

কলকাতায় তাপমাত্রা ফের বাড়ল। তবে জেলার ঠান্ডায় খামতি নেই। হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তবে শীত কতটা কমবে, তা স্পষ্ট নয়।

Advertisement

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তার চেয়ে শুক্রবার পারদ কিছুটা চ়ড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে আরও দু’ডিগ্রি চড়তে পারে পারদ। তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা একইরকম থাকবে। আগামী কয়েক দিনে ঠান্ডা কিছুটা কমার পূর্বাভাসই দিচ্ছে আলিপুর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Advertisement

সর্বত্র শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। এ ছাড়া বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা থাকবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের আশপাশে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি ছিল, তা বৃহস্পতিবারই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে তা এগিয়েছে উত্তর-পশ্চিম দিকে। দক্ষিণ বঙ্গোপসাগরের উপর দিয়ে আরও উত্তর-পশ্চিমে এগিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর পড়ছে না। রাজ্যে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে। আপাতত সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির নীচে। বীরভূমের শ্রীনিকেতনে শুক্রবার ৫.৬ ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ। দক্ষিণবঙ্গে যা শীতলতম। উত্তরেও দার্জিলিং (৩.৪ ডিগ্রি সেলসিয়াস) ছাড়া আর কোথাও পারদ এত নীচে নামেনি।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বহরমপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস, মগড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৯ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিঘায় পারদ নেমেছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া, কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement