Swasthya Sathi Ward

বেসরকারি হাসপাতালের অতিরিক্ত নির্মাণে শর্ত, ‘স্বাস্থ্যসাথী ওয়ার্ড’

পুরসভা সূত্রের খবর, শহরের একাধিক বেসরকারি হাসপাতাল অতিরিক্ত ‘ফ্লোর এরিয়া’ নির্মাণের জন্য মেয়র ফিরহাদ হাকিমের কাছে আবেদন করেছে। মেয়র তাদের সাফ জানিয়েছেন, অতিরিক্ত নির্মাণের অনুমতি দেবে পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ০৮:৫১
Share:

—ফাইল চিত্র।

বেসরকারি হাসপাতালে কোনও ভবন নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত ‘ফ্লোর এরিয়া’ চেয়ে আবেদন করলে সেই অতিরিক্ত নির্মাণকে ‘স্বাস্থ্যসাথী ওয়ার্ড’ হিসাবে চিহ্নিত করতে হবে। বুধবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পুরসভা সূত্রের খবর, শহরের একাধিক বেসরকারি হাসপাতাল অতিরিক্ত ‘ফ্লোর এরিয়া’ নির্মাণের জন্য মেয়র ফিরহাদ হাকিমের কাছে আবেদন করেছে। মেয়র তাদের সাফ জানিয়েছেন, অতিরিক্ত নির্মাণের অনুমতি দেবে পুরসভা। কিন্তু সেই অতিরিক্ত নির্মাণের জায়গায় সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পান, তার ব্যবস্থা করতে হবে। ক্যানসারের চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রোপচারে বিশেষ ছাড় দিতে বলা হয়েছে ওই সমস্ত বেসরকারি হাসপাতালকে। অতিরিক্ত নির্মাণের ওয়ার্ডে মেয়রের অনুমতিক্রমে প্রতি মাসে দশ জন ক্যানসার রোগী নিখরচায় চিকিৎসা পাবেন। দশ জনের বেশি হয়ে গেলে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসার খরচের ৪০ শতাংশ দেবে হাসপাতাল।

স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা নিখরচায় পান সাধারণ মানুষ। কিন্তু অভিযোগ, ওই কার্ড দেখালেও বেশির ভাগ হাসপাতাল গুরুত্ব দেয় না। মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাইয়ে দিতে শহরের বেসরকারি হাসপাতালের সঙ্গে অতিরিক্ত তল নির্মাণের ক্ষেত্রে গাঁটছড়া বাঁধল পুরসভা। পুরসভার এক কর্তা বলেন, ‘‘শহরের যে কোনও হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত নির্মাণের আবেদন করলে, তাঁরা যাতে সেখানে ‘স্বাস্থ্যসাথী ওয়ার্ড’ চালু করেন, সে বিষয়ে মুচলেকা লিখিয়ে নেবে পুরসভা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন