হাইকোর্টে মুসার জামিন নামঞ্জুর

আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কৌঁসুলি সঞ্জয় বর্ধন জানান, গত বছরের ৫ জুলাই বর্ধমান রেল স্টেশনে ধরা পড়ে বীরভূমের বাসিন্দা মুসা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০১:৫১
Share:

বাইরে জঙ্গি কাজকর্মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। লৌহকপাটের ভিতরেও কারারক্ষীর উপরে হামলায় অভিযুক্ত আইএস বা ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সন্দেহভাজন সদস্য হিসেবে ধৃত মুসা ওরফে মহম্মদ মসিউদ্দিন। এই অবস্থায় তার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার জামিন মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

Advertisement

আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কৌঁসুলি সঞ্জয় বর্ধন জানান, গত বছরের ৫ জুলাই বর্ধমান রেল স্টেশনে ধরা পড়ে বীরভূমের বাসিন্দা মুসা। এ দেশে এবং বিদেশে জাল বিছানো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সক্রিয় সদস্য সে। তদন্তে জানা গিয়েছে, বিদেশে থাকা ওই জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে ইন্টারনেটের সাহায্যে বি‌ভিন্ন সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখত মুসা। এ দেশে মুসার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার মামলা এখন বিচারাধীন।

এনআইএ-র কৌঁসুলি আদালতে জানান, ৩ ডিসেম্বর আলিপুর সেন্ট্রাল জেলের এক ওয়ার্ডেনের গলার নলি কাটার চেষ্টা করে মুসা। সেই ঘটনার পরে তার বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। এনআইএ যে-মামলার তদন্ত করছে, তাতে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে মুসার বিরুদ্ধে চার্জ গঠনের দিন স্থির হয়েছে আগামী ১১ জানুয়ারি।

Advertisement

এনআইএ আবেদন জানায়, নিরাপত্তার কারণে মুসার বিরুদ্ধে ভিডিও-সম্মেলনের মাধ্যমে চার্জ গঠনের নির্দেশ দিক হাইকোর্ট। মুসার জামিনের আবেদন খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ-কে নির্দেশ দেয়, ভিডিও-সম্মেলনের মাধ্যমে চার্জ গঠনের কাজ হবে কি না, সেই বিষয়ে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক বা এনআইএ আদালতের বিচারকের কাছে আবেদন করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন