Madhyamik and Higher Secondary Examination 2024

একইসঙ্গে খাতা দেখার নির্দেশ, ধন্দে শিক্ষকেরা

শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ০৭:০০
Share:

—প্রতীকী ছবি।

এ বারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের। ফলে দু’টি পরীক্ষার সঠিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা ৯ মার্চ এবং পরের পর্বের খাতা ২২ মার্চ নিতে হবে।

নদিয়ার করিমপুরের স্কুল শিক্ষক সুহৃতোষ বিশ্বাস বলেন, ‘‘মাধ্যমিকের খাতা দেখে প্রথম দফায় ৮ মার্চ, আর পরের দফায় ১৬ মার্চ জমা দিতে হবে। আবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নিতে হবে ৯ মার্চ। খাতা জমা দিতে হবে ১৫ মার্চ। পরের ধাপে খাতা নিতে হবে ২২ মার্চ। ৮ এবং ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই একসঙ্গে দেখতে হবে।’’

Advertisement

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায়, ‘‘মূল্যায়ন সঠিক হবে কি না সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না। আবার কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে।’’

যদিও পর্ষদ ও সংসদ কর্তারা সমন্বয়ের অভাবের অভিযোগ মানেননি। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা শুধু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরই মাধ্যমিকের খাতা দেখতে দিই।’’

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এটা অন্য বার হয় না। এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে লাগোয়া। দুটো পরীক্ষাই ফেব্রুয়ারিতে শেষ করতে হবে। শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক পড়ান, শুধু তাঁদেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের খাতার সংখ্যাও খুব বেশি হয় না। মূল্যায়নে প্রভাব পড়বে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন