সাংসদের বিরুদ্ধে তরুণীর জবানবন্দি

ওই তরুণী সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। পুলিশ ঋতব্রতবাবুর বিরুদ্ধে মামলা করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:৩৭
Share:

ফাইল চিত্র।

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগকারী তরুণীর জবানবন্দি রেকর্ড করল সিআইডি।

Advertisement

মঙ্গলবার সরজমিন তদন্তে বিকেল ৫টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ওই তরুণীর বাড়িতে যান ওই মামলার তদন্তকারী সিআইডি অফিসারের নেতৃত্বাধীন তিন জনের একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন বালুরঘাট মহিলা থানার ওসি শিপ্রা রায় সহ পুলিশ ইন্সপেক্টররা। টানা তিন ঘণ্টা ধরে তরুণীর জবানবন্দি নথিভুক্ত করে রাত ৮টা নাগাদ দলটি বেরিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, তরুণীর ওই জবানবন্দি সিআইডি আদালতে পেশ করবে। পাশাপাশি তরুণীর কাছ থেকে বেশকিছু ছবির সফ্টকপি তারা সংগ্রহ করেন।

ওই তরুণী সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। পুলিশ ঋতব্রতবাবুর বিরুদ্ধে মামলা করেছে। পরে ওই তরুণী জানান, বেশ কয়েকদিন ধরে মামলাটি তুলে নিতে তাঁকে হুমকি ফোন দেওয়া হচ্ছে। সে কথা তরুণী সিআইডিকে জানিয়েছেন। তার মধ্যে তৃণমূল ছেড়ে বেরিয়ে যাওয়া পদত্যাগী সাংসদ মুকুল রায় ঘনিষ্ঠ এক মহিলা রয়েছেন বলে সিআইডির কাছে নালিশ করেন বালুরঘাটের ওই তরুণী।

Advertisement

তার অভিযোগ, পেশায় চিকিৎসক ওই মহিলা গত রবিবার ফোন করে ঋতব্রতর বিরুদ্ধে ধর্ষণের মামলা তুলে নিতে চাপ দেন। পরে তিনি খোঁজ নিয়ে দাবি করেন ওই মহিলা মুকুল রায় ঘনিষ্ঠ। হুমকি ফোনের বিরুদ্ধে ৪ জনের বিরুদ্ধে ওই তরুণী আজ, বুধবার বালুরঘাট থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন