উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নথি যাচাই শুরু

উচ্চ-প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার দাবিতে গত দু’দিন ধরে সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ঘেরাও অভিযান চলছিল। সেই সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। কয়েক জন বিক্ষোভকারীকে পুলিশ আটকও করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪২
Share:

অবশেষে উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, ‘‘আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সল্টলেক সেক্টর টু-র এসএসসি-র নবনির্মিত ভবনে চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। সব মিলিয়ে ১৭,২০২ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করা হবে। ’’

Advertisement

উচ্চ-প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার দাবিতে গত দু’দিন ধরে সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ঘেরাও অভিযান চলছিল। সেই সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। কয়েক জন বিক্ষোভকারীকে পুলিশ আটকও করেছিল। বিক্ষোভকারীদের দাবি ছিল, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর মাসে উচ্চ-প্রাথমিক ও প্রাথমিকের লিখিত পরীক্ষার ফল বেরোয়। এর পর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। অথচ উচ্চ-প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া গত দু’বছর ধরে থমকে আছে। এক প্রার্থীর কথায়, ‘‘উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে ফের শুরু হবে, তার সদুত্তর মিলছিল না। তাই বাধ্য হয়ে এসএসসি অফিসে বিক্ষোভ করি।’’

নিয়োগ প্রক্রিয়ার ধাপ হিসেবে নথি যাচাই শুরু হওয়ার খবর এসএসসি তাদের ওয়েবসাইটেও দিয়েছে। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উচ্চ-প্রাথমিকে চাকরিপ্রার্থীরা। এসএসসি সূত্রের খবর, নথি যাচাইয়ের পরের ধাপগুলি, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, কাউন্সেলিংও যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা হবে। সৌমিত্রবাবু বলেন, ‘‘২০ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছিলাম। তার অনেক দিন আগেই এই কাজ শুরু হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন