Coal Case

দ্রুত কয়লা মামলার তদন্ত শেষের নির্দেশ

আসানসোল-রানিগঞ্জ খনি অঞ্চলে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের জায়গা থেকে কয়লা চুরি করে পাচারের অভিযোগে ২০২০ সালের ২৭ নভেম্বর মামলা দায়ের করে সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৬:৪৬
Share:

—প্রতীকী ছবি।

তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে কয়লা মামলায় চার্জ গঠনের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সম্প্রতি শুনানিতে মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে এই আদালতে হাজির করানো উচিত বলেও মন্তব্য করেছেন বিচারক রাজেশ চক্রবর্তী, দাবি আইনজীবী সূত্রের।

Advertisement

আসানসোল-রানিগঞ্জ খনি অঞ্চলে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের জায়গা থেকে কয়লা চুরি করে পাচারের অভিযোগে ২০২০ সালের ২৭ নভেম্বর মামলা দায়ের করে সিবিআই। ইসিএলের একাধিক কর্মী-আধিকারিক, সিআইএসএফ কর্মী ও কয়লা চোর সন্দেহে কয়েক জন-সহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়। ৩৯ জন এখন জামিনে মুক্ত। এখনও পর্যন্ত দু’টি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তার পরে আর তদন্তে বিশেষ অগ্রগতি দেখা যায়নি বলে নানা মহলের অভিযোগ।

আইনজীবী সূত্রের খবর, সম্প্রতি শুনানিতে এ নিয়ে অসন্তোষ জানান বিচারক। ২১ মে-র মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন না হলে সে দিন মামলার চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার মূল অভিযুক্ত অনুপ মাজিকে গ্রেফতার না করার নির্দেশ রয়েছে উচ্চ আদালতের। কিন্তু বিচারক জানিয়েছেন, তার অর্থ এই নয় যে, তিনি বিচার প্রক্রিয়ার মুখোমুখিই হবেন না। চার্জশিটে নাম থাকা কয়েক জন ষাটোর্ধ্ব, তা স্মরণ করিয়ে বিচারক জানিয়েছেন, এই অভিযুক্তদের দ্রুত বিচারের পূর্ণ অধিকার রয়েছে।

Advertisement

সিবিআই সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ৩১৮ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়েছে। দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে বলে তদন্তকারীদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন