Supreme Court of India

কৌঁসুলি নেই কেন্দ্রের, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

সিবিআই ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে বছরই সুপ্রিম কোর্টে মামলা করে। পশ্চিমবঙ্গের যুক্তি ছিল, রাজ্য সরকার সিবিআই তদন্তের ঢালাও অনুমতি প্রত্যাহার করে নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৬
Share:

সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্য বনাম কেন্দ্রীয় সরকারের মামলায় হাজির ছিলেন না কেন্দ্রের কোনও আইনজীবী। সোমবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ কোর্ট।

সিবিআই ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে বছরই সুপ্রিম কোর্টে মামলা করে। পশ্চিমবঙ্গের যুক্তি ছিল, রাজ্য সরকার সিবিআই তদন্তের ঢালাও অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। তার পরেও সিবিআই বহু তদন্তে এফআইআর দায়ের করেছে। কেন্দ্র-রাজ্য বিবাদে সংবিধানের ১৩১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের অধিকার রয়েছে। সেই অনুযায়ীই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে ‘অরিজিনাল সিভিল স্যুট’ দায়ের করেছিল রাজ্য।

সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করতে রাজি হওয়ার পরে সোমবার প্রথম শুনানি ছিল। কিন্তু কেন্দ্রের কোনও প্রবীণ আইনজীবী না থাকায় বিচারপতি বি আর গাভাই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ১৮ মার্চ ফের শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন