BJP Workers

এ বার দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি

সোমবার বাগদার কোনিয়াড়া ২ পঞ্চায়েতে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। অফিসের লোহার গেট ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ইটপাটকেল ছোড়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ০৫:৫৮
Share:

ঝাঁটা হাতে বিক্ষোভ। ছবি: নির্মাল্য প্রামাণিক

আমপানের ক্ষতিপূরণের টাকা নিয়ে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক পঞ্চায়েতে ক্ষোভ-বিক্ষোভ-ঘেরাও চলছে বিরোধীদের। যা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বও রীতিমতো অস্বস্তিতে। এ বার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আমপান-দুর্নীতির অভিযোগে পথে নামল তৃণমূল।

Advertisement

সোমবার বাগদার কোনিয়াড়া ২ পঞ্চায়েতে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। অফিসের লোহার গেট ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ইটপাটকেল ছোড়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তৃণমূলের লোকজনের। অভিযোগ, ঝাঁটার ঘা পড়ে এক পুলিশকর্মীর গায়ে।

এ সবের মধ্যেই তৃণমূলের পাঁচজনের একটি প্রতিনিধি দল পঞ্চায়েতের প্রধান অনামিকা বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন। ইট-পাটকেল তাঁদের দলের কেউ ছোড়েনি বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। দলের নেতা তরুণ ঘোষ বলেন, ‘‘পঞ্চায়েত প্রধান-সহ বিজেপির ৭ জন সদস্য নামে-বেনামে আমপানের টাকা আত্মসাৎ করেছেন। সদস্যেরা তাঁদের আত্মীয়-স্বজনদের সরকারি ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন। যদিও তাঁরা কেউই ক্ষতিগ্রস্ত হননি। এ দিকে, প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ বঞ্চিত হয়েছেন।’’

Advertisement

প্রধানের বক্তব্য, ‘‘বিরোধী দল হিসেবে তৃণমূল মিথ্যে অভিযোগ করছে।’’ তবে গরমিল যে কিছু হয়েছে, তা স্পষ্ট প্রধানের কথায়। তিনি বলেন, ‘‘ভুল করে যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ জন ইতিমধ্যেই টাকা ফিরিয়ে দিয়েছেন।’’

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে কারচুপি, পঞ্চায়েত সদস্যদের দুর্নীতি, স্বজনপোষণে ভুরি ভুরি অভিযোগ উঠছিল বাগদার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। তাতে তৃণমূল ছাড়াও সিপিএম-বিজেপিরও নাম জড়িয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, কিছু দিন আগে নামের প্রথম তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেন বিডিও। পরে অবশ্য মুখ্যমন্ত্রী সর্বত্রই নতুন তালিকা তৈরির কথা ঘোষণা করেন।

বিরোধীরা বিক্ষোভ, অবরোধ কর্মসূচির পথে হাঁটলেও এর আগে অবশ্য পথে নামেনি তৃণমূল। এ বার আমপান দুর্নীতিতে বিরোধীদের বিরুদ্ধে কোমর বেঁধে পাল্টা আন্দোলনের পথে তারাও।

বাগদার বিডিও জ্যোতিপ্রকাশ হালদার জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ব্লকের ২৩ জন মানুষ ক্ষতিপূরণের সরকারি টাকা ফেরত দিয়েছেন। পঞ্চায়েত প্রধানদের আগেই নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত না হয়েও যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের কাছ থেকে টাকা ফেরাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন