বঙ্গোপসাগরে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল। —ফাইল চিত্র।
পুজোর মাসে বৃষ্টিতে বিরাম নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। কলকাতায় বৃষ্টির সঙ্গে মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইছে। বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তার প্রভাবেই এই দুর্যোগ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এর সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আগামী ২৪ ঘণ্টায় তা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড-ছত্তীসগঢ় উপকূল ধরে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে এগোবে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিকানের, জয়পুর, দামোহ্, সম্বলপুর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। রইল আগামী ছ’দিনের পূর্বাভাস।
বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
শুক্রবার: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
সোমবার: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার: দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিনে। রবিবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, সোমবার দার্জিলিং, কালিম্পঙেও চলবে ভারী বর্ষণ। এ ছাড়া মালদহ, উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।