West Bengal Weather Update

বুধেও দুর্যোগ দক্ষিণবঙ্গে, সঙ্গে ৪০ কিমি বেগে ঝড়, সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরেও

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সে কারণেই আপাতত দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১০:৪২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত বেশ কয়েক দিন ধরে একটানা ঝড়বৃষ্টি চলছেই। বৃষ্টির কারণে হাঁসফাঁস গরমের অস্বস্তিও কমেছে। সেই আবহে বুধবারও দক্ষিণবঙ্গের আট জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর থেকে গুজরাত, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, চুরু, গ্বালিয়র, খাজুরাহো, ডালটনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে তিনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সে কারণেই আপাতত দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি চলবে। ওই দিনও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বৃহস্পতিবারের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমবে। কখনও কখনও দু’-এক জায়গায় কয়েক পশলা হালকা বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।

Advertisement

তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না। বরং আগামী সাত দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ। ওই দিন ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায়। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) চলবে।

বুধবারও সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement