কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও তা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার উপর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই আগামী সপ্তাহে বৃষ্টি কিছুটা বেশি হবে।
শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং বীরভূমে। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা সপ্তাহ ধরে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে সোমবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। শনিবার থেকে এই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং, কালিম্পঙেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করে হাওয়া অফিস।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম।