Howrah

বেলুড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ, জখম দু’পক্ষের ৬, প্রতিবাদে অবরোধ

অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে শনিবার সকাল থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল হাওড়া জেলার বেলুড়ের জিটি রোড এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলুড় শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৩:৪২
Share:

বেলুড়ের জিটি রোডে মোটরবাইক ভাঙচুর (বাঁ-দিকে)। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহলদারি। —নিজস্ব চিত্র।

টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। ভাঙচুর মোটরবাইক। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ। সঙ্গে গুলি চালানোর অভিযোগ। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের তরফে বিনা প্ররোচনায় ইচ্ছাকৃত ভাবে হামলা চালানো হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি-র তোলাবাজির প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয়েছে গেরুয়া শিবির। অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে সকাল থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল হাওড়া জেলার বেলুড়ের জিটি রোড এলাকা। ঘটনায় দু’পক্ষের ৫-৬ জন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হল পুলিশ-র‌্যাফ বাহিনী।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাত ৮টা-৯টা নাগাদ বিজেপি-র এক দল কর্মী বেলুড়ের মাতোয়ালা চৌরাস্তা মোড়ে দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সে সময় এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে তা নিয়ে বচসা বাধে। তখনকার মতো বচসা মিটে গেলেও পরের দিন অর্থাৎ শনিবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বিজেপি-র দাবি, শনিবার সকাল ১০টা নাগাদ ওই এলাকায় তাঁদের কর্মীদের উপর চড়াও হয় তৃণমূলের লোকজন। প্রথমে হাতাহাতি হলেও ক্রমশই দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এর পর পরিস্থিতি আরও খারাপ হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের তরফে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করে বিজেপি।

Advertisement

তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় তোলাবাজি চালাচ্ছে বিজেপি। তার প্রতিবাদ করায় রাস্তা অবরোধ করেছে তারা। পুলিশ জানিয়েছে, অবরোধের সময় একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী পৌঁছলে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও।

ঘটনায় শাসক দলের দিকে দায় ঠেলেছে হাওড়া বিজেপি। বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা বলেন, “কোনও রকমের প্ররোচনা ছাড়াই ইচ্ছাকৃত ভাবে আমাদের উপর হামলা করেছে তৃণমূল। মারধর করা হয়েছে আমাদের কর্মীদের। প্রমোদ দুবে নামে আমাদের এক কর্মীকে গুলিও করেছে ওরা। ওঁর পায়ে গুলি লেগেছে। প্রমোদকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

অন্য দিকে, ঘটনায় বিজেপি-র দিকেই পাল্টা অভিযোগের আঙুল তুলেছে শাসক শিবির। যুব তৃণমূল কংগ্রেসের নেতা কৈলাস মিশ্রের দাবি, “অবরোধের সময় আমাদের গাড়ি ভাঙচুর করেছে বিজেপি। ওরা এলাকায় তোলাবাজি করে। তার প্রতিবাদ করায় বিজেপি আমাদের উপর চড়াও হয়। আমাদের বাইকে আগুনও ধরিয়ে দেয়।”

পুলিশ জানিয়েছে, দু’পক্ষের সংঘর্ষে জিটি রোডের ডন বস্কো মোড়ে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং র‌্যাফ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় টহলদারি চালাচ্ছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন