শাহের ‘মিথ্যা’ ধরিয়ে দিল তৃণমূল

অমিত শাহের অভিযোগ, ‘‘মমতাদির কত বড় ব্রিগেড সমাবেশ হল! সেখানে একবারও বন্দে মাতরম্ বা ভারতমাতা কি জয় কেউ বললেন না!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৩:০১
Share:

প্রতীকী ছবি।

হাতের সামনে প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিও। দেখা যাচ্ছে শনিবারের ব্রিগেড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ-শেষে তিনবার বলছেন জয় হিন্দ। তিন বার বন্দোমাতরম। সর্বশেষ মঞ্চে জাতীয় সঙ্গীত। তবু মালদহের সমাবেশে মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অভিযোগ, ‘‘মমতাদির কত বড় ব্রিগেড সমাবেশ হল! সেখানে একবারও বন্দে মাতরম্ বা ভারতমাতা কি জয় কেউ বললেন না!

Advertisement

শুধু মোদী আর মোদী...।’’ বিজেপির দেশপ্রেম প্রমাণে এর পরেই দু’হাত তুলে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান তুলে উপস্থিত সমর্থকদের গলা মেলাতে বললেন শাহ।

বিজেপি সভাপতির এই বক্তব্যকে মিথ্যা ও হাস্যকর দাবি করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমি শুনেছি তিনি অসুস্থ। হয়ত ব্রিগেডের সমাবেশের পুরোটা তিনি শুনতে পারেননি! আর বিজেপির কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট নিতে চাই না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement