অস্ত্র তৈরি, সিভিক পুলিশ নিয়ে কমিশনে বিরোধীরা

বিধানসভা ভোটে ব্যবহারের জন্য রাজ্যে অস্ত্র তৈরি হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের কাছে অভিযোগ জানাল বিজেপি। দলের তিন প্রতিনিধি শিশির বাজোরিয়া, অসীম সরকার এবং জয়প্রকাশ মজুমদার রবিবার কমিশনে ওই অভিযোগপত্র জমা দেন। তাঁদের বক্তব্য, বিহারের মতোই এ রাজ্যেও স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কমিশন তৎপর হয়েছে। তা সত্ত্বেও দুষ্কৃতীদের অস্ত্র তৈরি বন্ধ হয়নি। তৃণমূল এবং সিপিএম— দু’ পক্ষই দুষ্কৃতীদের দিয়ে অস্ত্র তৈরি করাচ্ছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ২১:২৪
Share:

বিধানসভা ভোটে ব্যবহারের জন্য রাজ্যে অস্ত্র তৈরি হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের কাছে অভিযোগ জানাল বিজেপি। দলের তিন প্রতিনিধি শিশির বাজোরিয়া, অসীম সরকার এবং জয়প্রকাশ মজুমদার রবিবার কমিশনে ওই অভিযোগপত্র জমা দেন। তাঁদের বক্তব্য, বিহারের মতোই এ রাজ্যেও স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কমিশন তৎপর হয়েছে। তা সত্ত্বেও দুষ্কৃতীদের অস্ত্র তৈরি বন্ধ হয়নি। তৃণমূল এবং সিপিএম— দু’ পক্ষই দুষ্কৃতীদের দিয়ে অস্ত্র তৈরি করাচ্ছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ।

Advertisement

জয়প্রকাশবাবু বলেন, ‘‘দুষ্কৃতীদের দিয়ে অস্ত্র তৈরি সংক্রান্ত যে প্রতিবেদন একটি সংবাদপত্রে বেরিয়েছে, তা দেখিয়ে আমরা কমিশনকে বলেছি, বিহারের থেকে পশ্চিমবঙ্গ আলাদা। সুতরাং, আপনারা ভাল করে কোমর বাঁধুন।’’

পাশাপাশি, সিপিএম মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদীর কাছে অভিযোগ করেছে, সিভিক ভলান্টিয়াদের পুলিশ বা আধা সেনার পোশাক পরিয়ে এ রাজ্যে ভোটের কাজে ব্যবহার করার চক্রান্ত চলছে। এ রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের বেশির ভাগই শাসক দলের সদস্য বা অনুগত। এই পরিস্থিতিতে তৃণমূল ভলান্টিয়ারদের পুলিশ বা আধা সেনা সাজিয়ে ভোটারদের বিভ্রান্ত করে অবাধ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া বানচাল করার ছক কষেছে বলে সিপিএমের অভিযোগ।

Advertisement

জৈদীকে দেওয়া চিঠিতে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব লিখেছেন, পুরুলিয়ার বলরামপুরে কমিশন এই চক্রান্ত ঠেকাতে ব্যবস্থা নিয়েছে। এখন ওই জেলার অন্যত্র, বাঁকুড়া, কোচবিহার এবং অন্যান্য জেলায় একই চক্রান্ত হচ্ছে। ওই সব জায়গাতেও এটা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ করেছেন রবীনবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন