TMC

ঘরে ঘরে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে তথ্য হাতানো হচ্ছে! দলের অন্দরে সার্কুলার জারি করে নেতাদের সতর্ক করল তৃণমূল

দলীয় সূত্রে জানা গিয়েছে, শুধু ভোটারদের বাড়িই নয়, তৃণমূলের বুথ এবং অঞ্চলের নেতাদের কাছেও যাচ্ছেন অনেকে। তাঁরা বুথ বা অঞ্চলের নেতাদের বলছেন যে, তাঁদের শীর্ষ নেতৃত্ব পাঠিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২১:০৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কিছু ‘কুচক্রী’। সেখানে গিয়ে তাঁদের নাম, ফোন নম্বর-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন তাঁরা। বিনিময়ে ভোটারদের হাতে ধরাচ্ছেন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়োর মতো মশলাপাতি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী! এর নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে, এই মর্মে সার্কুলার জারি করে দলীয় নেতাদের সতর্ক করল শাসকদল তৃণমূল।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, যাঁরা এ ভাবে ভোটারদের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করছেন, তাঁরা অধিকাংশ সময়েই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ভাঁড়িয়ে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, তবে শুধু ভোটারদের বাড়িই নয়, তৃণমূলের বুথ এবং অঞ্চলের নেতাদের কাছেও যাচ্ছেন অনেকে। তাঁরা বুথ বা অঞ্চলের নেতাদের বলছেন যে, তাঁদের শীর্ষ নেতৃত্ব পাঠিয়েছেন। এ সব বলেই তাঁদের থেকে তথ্য সংগ্রহ করছেন তাঁরা। সম্প্রতি জঙ্গলমহলের বিনপুরে এ রকমই একটি ঘটনা ঘটে। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। আলোচনাও হয় দলের অন্দরে। তার পরেই সার্কুলার জারি করেছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূল সূত্রে খবর, ভুয়ো পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে ইতিমধ্যেই ১৬টি এফআইআর দায়ের হয়েছে রাজ্য জুড়ে।

তৃণমূলের সার্কুলারে লেখা হয়েছে, ‘‘এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কোথাও মশলা, আবার কোথাও অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাঁদের নাম, ফোন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন।’’ দলীয় নেতাদের উদ্দেশে বার্তা, ‘‘অবিলম্বে আপনার / আপনাদের অঞ্চলে লক্ষ্য রাখুন এবং সর্ব স্তরের বুথকর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সচেতন ও সতর্ক করুন।’’ ‘কুচক্রী’রা দলের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়ছেন বলে জানিয়ে দলীয় নেতাদের সতর্ক করা হয়েছে। সার্কুলারে লেখা হয়েছে, ‘‘এদের উদ্দেশ্য, আমাদের সমস্ত অভ্যন্তরীণ খবরাখবর নেওয়া। তাই আপনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর করুন এবং আমাদের জানান।’’

Advertisement

তৃণমূল সূত্রে খবর, নেতাজি ইন্ডোরে দলের অধিবেশনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এখন ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছে বুথ স্তরে। ফলে স্বাভাবিক ভাবেই দলীয় নেতারা তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন এলাকায়। এই পরিস্থিতিতে বিজেপিই ষড়যন্ত্র করে এ ভাবে তথ্য হাতানোর চেষ্টা করছে বলে মনে করছে শাসকদল।

যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, ‘‘তৃণমূল একটা চোরেদের দল। ওদের সম্পর্কে মানুষ জানে। ওদের থেকে আমরা আবার কী তথ্য নেব? বিজেপি এ ভাবে কাজ করে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement