চিঠি লিখে ‘মাও-হুমকি’ বিধায়ককে

জঙ্গলমহলেই এখন মাওবাদীদের অস্তিত্ব নেই। অন্তত তেমনটাই দাবি রাজ্য সরকারের। শাসক দলের এক বিধায়ক কিন্তু কলকাতার উপকণ্ঠে বসে মাও-হুমকি পেলেন! নোয়াপাড়ার সদ্য নির্বাচিত বিধায়ক সুনীল সিংহ পাঁচ দিনের ব্যবধানে দু’-দু’টি হুমকি চিঠি পেয়েছেন। যাতে প্রেরক হিসেবে নাম আছে সিপিএম মাওবাদীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৩:৫৮
Share:

সুনীল সিংহ

জঙ্গলমহলেই এখন মাওবাদীদের অস্তিত্ব নেই। অন্তত তেমনটাই দাবি রাজ্য সরকারের। শাসক দলের এক বিধায়ক কিন্তু কলকাতার উপকণ্ঠে বসে মাও-হুমকি পেলেন! নোয়াপাড়ার সদ্য নির্বাচিত বিধায়ক সুনীল সিংহ পাঁচ দিনের ব্যবধানে দু’-দু’টি হুমকি চিঠি পেয়েছেন। যাতে প্রেরক হিসেবে নাম আছে সিপিএম মাওবাদীর।

Advertisement

বাংলায় লেখা দু’টি চিঠিতেই গারুলিয়া পুরসভার ঠিকাদারদের বিল মিটিয়ে দিতে বলা হয়েছে। সুনীল গারুলিয়া পুরসভার চেয়ারম্যান বৃহস্পতিবার আসা শেষ চিঠিতে বলা হয়েছে, দাবি না মানলে মেরে ফেলা হবে তাঁকে। মাওবাদীদের অস্তিত্ব স্বীকার না করলেও দ্বিতীয় চিঠিটি পাওয়ার পরে তিনি যে রীতিমতো চিন্তিত, তা গোপন করেননি সুনীল। নোয়াপাড়া থানায় অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন, পুলিশ কিছু না করলে রাজ্য পুলিশের কর্তাদের দ্বারস্থ হবেন।

পুলিশ অবশ্য বলছে, মাওবাদীদের চিঠি যেমন হয়, এই চিঠি তেমন নয়। মাওবাদীদের চিঠিতে সাধারণত কোনও কমিটির নাম থাকে। এ ক্ষেত্রে তা নেই। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (‌জোন ২) কে কান্নন বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। কে বা কারা চিঠি পাঠিয়েছে, শীগগিরই জানা যাবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন