পাহাড়ে বদল, শিলিগুড়িতে কোর কমিটি

দলের পাহাড় শাখার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজেন মুখিয়াকে। তাঁর জায়গায় মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইকে হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত করেছেন তৃণমূল নেত্রী।

Advertisement

কিশোর সাহা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০২:৫৬
Share:

পর্যটনমন্ত্রী গৌতম দেব

পঞ্চায়েত ভোটের খুব দেরি নেই। পাহাড়েও কেয়ারটেকার বোর্ডের মেয়াদ ফুরোলে আগামী বছরে জিটিএ ভোট হতে পারে। তার উপরে দল পরিচালনার ক্ষেত্রে কয়েক জন নেতার ভূমিকা নিয়েও দার্জিলিং-জলপাইগুড়িতে নানা অভিযোগ পেয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সম্ভবত সে সব কথা মাথায় রেখেই দার্জিলিং পাহাড় ও সমতলে শিলিগুড়ি-জলপাইগুড়ির সংগঠনে কিছুটা রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখে দলের কেউ কেউ মনে করছেন, কারও ডানা ছাঁটা হল। কেউ ভাবছেন, তাঁদের গুরুত্ব বাড়ল।

Advertisement

যেমন, দলের পাহাড় শাখার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজেন মুখিয়াকে। তাঁর জায়গায় মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইকে হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত করেছেন তৃণমূল নেত্রী। রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীকে কার্যকরী সভাপতি করা হয়েছে। দলের সূত্রে জানা গিয়েছে, রাজেন মুখিয়ার বিরুদ্ধে মর্জিমাফিক কাজকর্ম করার অভিযোগ রয়েছে। অতীতে রাজেনকে সতর্কও করেছিলেন দলনেত্রী।

শিলিগুড়ির ক্ষেত্রেও দল পরিচালনার জন্য ৫ সদস্যের কোর কমিটি গড়ে দিয়েছেন দলনেত্রী। দলের অন্দরের খবর, জেলা সভাপতি হিসেবে পর্যটনমন্ত্রী গৌতম দেব থাকলেও কোর কমিটির বাকি ৪ সদস্যকেই সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ওই চার জন হলেন কৃষ্ণ পাল, নান্টু পাল, রঞ্জন সরকার ও রঞ্জন শীলশর্মা। প্রত্যেকেই শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর। কোর কমিটির চেয়ারম্যান হিসেবে গৌতমবাবুর পরামর্শ নিয়ে ওই ৪ জনকে দায়িত্ব ভাগ করে নিতে বলা হয়েছে বলে দলের একটি সূত্রের দাবি। শিলিগুড়িতে কিছুটা কোণঠাসা হয়ে থাকা প্রাক্তন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে বাড়তি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন দলনেত্রী। সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে গৌতমবাবুকে সরিয়ে রুদ্রনাথবাবুর হাতে দেওয়া হতে পারে। রুদ্রনাথ ভট্টাচার্য এখন শিলিগুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

Advertisement

জলপাইগুড়িতেও পঞ্চায়েত-সহ যাবতীয় ভোট সংক্রান্ত কাজের তদারকির জন্য কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। দল সূত্রের খবর, কলকাতায় কোর কমিটির বৈঠকে জলপাইগুড়ির জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে মর্জিমাফিক কাজের অভিযোগ তুলে সরব হন প্রাক্তন জেলা সভাপতি কিসান কল্যাণী। তা নিয়ে বাদানুবাদ শুরু হলে দলনেত্রী পরে জলপাইগুড়ির দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাসকে আলাদা করে বিবদমানদের নিয়ে বৈঠকের নির্দেশ দেন। এর পরেই বৈঠক করে সৌরভ চক্রবর্তী, কিসান কল্যাণী, সৈকত চট্টোপাধ্যায় ও মহিলা তৃণমূল সভাপতিকে নিয়ে কমিটি গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন