বিরোধীহীন ‘সর্বদল’ আজ বিধানসভায়

সর্বদল বৈঠকের পরে আজই কার্য উপদেষ্টা(বিএ) কমিটির বৈঠক। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্ব ঠিক করেছেন, বিরোধীদের বক্তব্য না শোনা হলে এরপরের বিএ কমিটির বৈঠকও তাঁরা বয়কট করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ০২:৫৬
Share:

ফাইল চিত্র।

বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে আজ, সর্বদল বৈঠক। কিন্তু সেই বৈঠকে কার্যত বিরোধী কোনও দলই থাকছে না বলে বিধানসভা সূত্রের খবর।

Advertisement

বিগত কয়েকটি অধিবেশনের মতোই এ বারও কংগ্রেস এবং বামেরা সর্বদল বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আর বিজেপির রাজ্য সভাপতি হাসপাতালে ভর্তি। ফলে কার্যত বিরোধী শূন্য ‘সর্বদলীয়’ বৈঠকে কী আলোচনা হবে, তা নিয়ে বিধানসভায় চর্চা শুরু হয়েছে।

সর্বদল বৈঠকের পরে আজই কার্য উপদেষ্টা(বিএ) কমিটির বৈঠক। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্ব ঠিক করেছেন, বিরোধীদের বক্তব্য না শোনা হলে এরপরের বিএ কমিটির বৈঠকও তাঁরা বয়কট করবেন। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন, ‘‘সরকার যে ভাষায় কথা বলবে, আমরাও সে ভাষাতেই জবাব দেব।’’ সরকারের মোকাবিলায় বামেদের সঙ্গে কক্ষ সমন্বয়ের রাস্তা কংগ্রেস আপাতত খোলা রাখছে বলে মান্নান জানিয়েছেন। তাতে আপত্তি নেই বামেদেরও।

Advertisement

এই বাতাবরণে বাজেট অধিবেশন উত্তপ্ত হতে পারে আঁচ করে তৃণমূল বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে চাইছে সরকার পক্ষ। সে জন্যই দলীয় বিধায়কদের প্রতিদিন বিধানসভায় হাজির থেকে আলোচনায় অংশ নিতে মেসেজ করে নির্দেশ দেওয়া হয়েছে সরকার পক্ষের মুখ্য সচেতকের তরফে। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সভায় উপস্থিত থাকেন, সে দিন তৃণমূল বিধায়কদের সংখ্যাও থাকে বেশি। কিন্তু তাঁর অনুপস্থিতিতে ট্রেজারি বেঞ্চ দৃশ্যত ফাঁকাই থাকে। বিধায়কদের গরহাজিরায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীও। সে জন্যই এ বার রাজ্যপালের বক্তৃতার উপর আলোচনা বা বাজেট বিতর্কে শাসক দলের প্রতিনিধিত্ব বাড়াতে আগাম সতর্কতা নিয়েছে শাসক পক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন