Mamata Banerjee

তৃণমূল সর্বভারতীয় দলই থাকবে, নাম বদল হবে না দলের, আক্রমণাত্মক সুরে স্পষ্ট ঘোষণা মমতার

তৃণমূল জাতীয় দলের তকমা হারালেও দল সর্বভারতীয় ছিল, আছে, থাকবে বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণও করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৮:১০
Share:

বুধবার নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন তৃণমূলের সঙ্গে ‘সর্বভারতীয়’ শব্দটি যেমন রয়েছে, তেমনই থাকবে। — ফাইল চিত্র।

তৃণমূল কংগ্রেস জাতীয় দল ছিল, আছে, থাকবে। সম্প্রতি বাংলার শাসকদল জাতীয় দলের তকমা হারানোর পরে বিরোধীদের কটাক্ষের জবাব এই ভাবেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও দল জাতীয় দলের তকমা হারালে নাম বদলের কোনও প্রশ্নই ওঠে না। তবে বিজেপি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নাম বদলে দেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনেকেই ‘এআইটিসি’ (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) এখন ‘এবিটিসি’ (অল বেঙ্গল তৃণমূল কংগ্রেস) হয়ে গিয়েছে বলে আক্রমণ শানান। এ নিয়ে দলের অনেক নেতাই জবাব দিয়েছেন। কিন্তু এই প্রথম বার মুখ খুললেন মমতা। বুধবার নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন তৃণমূলের সঙ্গে ‘সর্বভারতীয়’ শব্দটি যেমন রয়েছে, তেমনই থাকবে। মমতা বলেন, ‘‘আমরা কারও দয়ায় সর্বভারতীয় দল হইনি। আমরা সর্বভারতীয় দল ছিলাম, আর থাকব। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল, থাকবে।’’

Advertisement

জাতীয় দলের তকমা চলে যাওয়া প্রসঙ্গে কিছু প্রশ্নও তুলেছেন মমতা। তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেন, ‘‘নির্বাচন কমিশন আপনার হাতে মানে আপনি কি যা খুশি করতে পারেন? নিয়ম কী বলে? ১০ বছর পর রিভিউ হয়। শেষ বার ২০১৬ সালে রিভিউ হয়েছিল। সেই হিসাবে আমাদের ২০২৬ সাল পর্যন্ত সময় পাওয়ার কথা। অন্তত ২০২৪ সাল পর্যন্ত সময় পাওয়া উচিত ছিল।’’ প্রসঙ্গত ২০১৬ সালেই দশ বছরের জন্য জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল। তবে এ বার তকমা চলে যাওয়ার বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, তৃণমূলের জাতীয় দলের তকমা ২০১৬ সালের সেপ্টেম্বরে দেওয়া হলেও তা কার্যকর হয় ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে। মমতা বুধবার বলেন, ‘‘বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যা ইচ্ছা করাক। আমরা মানুষের কাছে গিয়ে ইনসাফ চাইব।’’

তৃণমূলের জাতীয় তকমা না-থাকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের ক’জন সাংসদ রয়েছে, ক’জন বিধায়ক রয়েছে দেখুন। এত সাংসদ, বিধায়ক দেশে ক’টা রাজনৈতিক দলের রয়েছে?’’ এর পরে তিনি বলেন, ‘‘বি আর অম্বেডকর যখন সংবিধান রচনা করেছিলেন তখন আঞ্চলিক দলের ধারণা ছিল না। কিন্তু পরবর্তী কালে পরিস্থিতি বদলেছে। মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহকে মর্যাদা দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কিন্তু বিজেপি এ সব বোঝে না। কারণ, সংবিধান রচনায় তাদের কোনও ভূমিকা ছিল না। ওদের যা মর্জি হচ্ছে, ওরা তাই করতে চাইছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন