বিরক্ত মমতা, গুটিয়ে নেওয়া হল মদনের ব্যানার

কলকাতার বিভিন্ন রাস্তায় মদন মিত্রের মুক্তির দাবিতে পোস্টার, হোর্ডিং দিয়েছেন তাঁর অনুগামীরা। শুক্রবার কিন্তু সেই মদন মিত্রের নামের পোস্টারেই মেজাজ হারালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ১৬:৫৫
Share:

কলকাতার বিভিন্ন রাস্তায় মদন মিত্রের মুক্তির দাবিতে পোস্টার, হোর্ডিং দিয়েছেন তাঁর অনুগামীরা। শুক্রবার কিন্তু সেই মদন মিত্রের নামের পোস্টারেই মেজাজ হারালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ময়দানে গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কামারহাটির একদল ছাত্র এ দিন একটি ব্যানার তুলে ধরেন। সেই ব্যানারের বাঁ দিকে মদন আর ডান দিকে তৃণমূল নেত্রীর ছবি। ব্যানারটি ‘কামারহাটি শহর তৃণমূল ছাত্র পরিষদে’র। আর তা দেখেই বিরক্ত হন মঞ্চে বসা মমতা। অস্বস্তিতে পড়েন অন্য নেতারাও। এর পরেই দেখা যায় দলীয় ছাত্র সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা ও তাঁর কয়েকজন সঙ্গী ভিড় ঠেলে ওই ব্যানার যারা তুলে ধরেছিল তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপরেই ব্যানারটি গুটিয়ে ফেলা হয়।

মাস খানেক আগেই সারা কলকাতা জুড়ে মদনের ব্যানার এবং হোর্ডিং লাগানো হয়েছিল। মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুর কর্তৃপক্ষের নির্দেশে সেই সমস্ত হোর্ডিং খুলে ফেলা হয়। যে মুহূর্তে মদনকে তৃতীয় দফার জেরা করবে বলে স্থির করে সিবিআই। কামারহাটি এবং কলকাতা জুড়ে ফের মদনের হোর্ডিং লাগানো শুরু হয়েছে। তাতে বিরক্ত তৃণমূলের অনেক নেতারাই। রাজ্যের মন্ত্রী তথা দলের এক নেতার কথায়, এই ধরনের প্রচার না হওয়া উচিত। এতে মদনের জামিনে বাধা সৃষ্টি হবে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন