News Of The Day

২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় সুপ্রিম কোর্টে। রাজ্যসভায় ওয়াকফ বিল। আইপিএলে কেকেআর। আর কী

গত বছর এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৬ হাজার চাকরি বাতিল: রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

Advertisement

আজ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণা করবে। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানায়, আজ ওই মামলার রায় ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এসএসসির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত বছর এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৫,৭৫৩ জনের চাকরি যায়। চাকরিহারা হন একাদশ-দ্বাদশ, নবম-দশমের শিক্ষক এবং গ্রুপ ডি ও গ্রুপ-সির কর্মীরা। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য-সহ একাধিক পক্ষ যায়। কারা যোগ্য এবং কারা অযোগ্য শুনানিতে বার বার এই প্রশ্ন ওঠে। সঠিক ভাবে যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব কি না সেই প্রশ্নও তোলে আদালত। এই মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘‘যোগ্য-অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন।’’ এমতাবস্থায় আজ সুপ্রিম কোর্ট কী রায় দেয় সে দিকে তাকিয়ে সব পক্ষ।

রাজ্যসভায় ওয়াকফ বিল পেশ, সওয়াল ও বিতর্ক

Advertisement

বিরোধী পক্ষের আপত্তি উপেক্ষা করেই লোকসভায় বুধবার পেশ হয়েছে ‘ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫’। আজ রাজ্যসভায় বিলটি পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। আগামী শুক্রবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে। তার আগেই বিল পাশ করাতে সক্রিয় সরকার পক্ষ। অন্য দিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ঐক্যবদ্ধ ভাবে ওয়াকফ বিলের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। অন্য অভিযুক্তদের জামিন হলেও পার্থকে কেন জামিন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ‍্যা ১১ জন। ৮ জন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানায়, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’। তাঁর তৎকালীন ওএসডি গোপন জবানবন্দি দিয়েছেন। এখন জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে তদন্তকারী সংস্থা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

মাদুরাইয়ে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস

আজ সিপিএমের পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিন। বুধবার রাজনৈতিক খসড়া প্রতিবেদন এবং পর্যালোচনা রিপোর্ট পেশ করেছিলেন পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাট। তার উপর আজ থেকে প্রতিনিধিদের আলোচনা শুরু হবে। বাংলা থেকে বলবেন পলাশ দাস, দেবাশিস চক্রবর্তী, মোনালিসা সিংহ, সমন পাঠক, দেবু রায়, জাহানারা খান এবং সৈয়দ হোসেনরা। সেই খবরে নজর থাকবে।

ইডেনে ঘুরে দাঁড়াবে কেকেআর? খেলা হায়দরাবাদের বিরুদ্ধে

আইপিএলে আজ ইডেনে আবার নামছে কেকেআর। এটি তাদের চতুর্থ ম্যাচ। আগের তিনটি ম্যাচের দু’টিতে হেরে শাহরুখ খানের দল এখন পয়েন্ট তালিকায় সবার নীচে। ঘরের মাঠে কলকাতার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হায়দরাবাদ। যদিও তারাও শেষ দু’টি ম্যাচ হেরেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল, বিপক্ষে জামশেদপুর

আইএসএলে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান আজ সেমিফাইনাল খেলতে নামছে। শেষ চারে মোহনবাগানের সামনে জামশেদপুর। প্রথম পর্বের সেমিফাইনাল দিমিত্রি পেত্রাতোসদের অ্যাওয়ে ম্যাচ। আজ জিতে কি যুবভারতীতে দ্বিতীয় পর্বের সেমিফাইনালে নামতে পারবে বাগান? জামশেদপুরে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে একটিই ম্যাচ, রয়েছে চেলসির খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একটিই ম্যাচ। চেলসি খেলবে টটেনহ্যামের সঙ্গে। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement