গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তৃণমূলের ‘রণ সংকল্প’ সভায় জেলায় জেলায় সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর সভা রয়েছে বাঁকুড়ার শালতোড়ায়। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। যদিও শালতোড়া বিধানসভা কেন্দ্রটি বিজেপিরই দখলে রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই কেন্দ্রেই সভায় নেতা-কর্মীদের কী বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই দিকে নজর থাকবে।
সল্টলেকের আইপ্যাক দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তিনি। মিছিল শেষের জনসভা থেকে তুলোধনা করেন কেন্দ্রীয় সংস্থাকে। অভিযোগ, আইপ্যাক দফতর থেকে তাঁর দলের ‘রাজনৈতিক কৌশল’ হাতিয়ে নিয়েছে ইডি। এই ঘটনার জল গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। ইডি এবং তৃণমূল পৃথক মামলা করেছে। শুক্রবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়নি। অত্যধিক ভিড় ও বিশৃঙ্খলার কারণে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। ১৪ জানুয়ারি পর্যন্ত মামলাগুলি মুলতুবি রাখা হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
মেয়েদের আইপিএলে আজ হরমনপ্রীত কৌরের সঙ্গে লড়াই জেমাইমা রদ্রিগেজ়ের। হরমনপ্রীতের মুম্বই মুখোমুখি জেমাইমার দিল্লির। দু’জনে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। এ বার মুখোমুখি লড়াই। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে গুজরাত জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ। এই ম্যাচে গুজরাতের হয়ে খেলতে পারেন বাংলার তিতাস সাধু। ইউপি-র হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মারা। এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ভেনেজ়ুয়েলার তৈলভান্ডারের দিকে নজর রয়েছে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দক্ষিণ আমেরিকার এই দেশটিকে খনিজ তেল নিয়ে জাতীয় নীতি সংশোধন করার জন্য চাপ দিয়ে যাচ্ছে ট্রাম্পের প্রশাসন। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার পরে সে দেশের দায়িত্ব রয়েছে অন্তর্বর্তী প্রশাসনের হাতে। ভেনেজ়ুয়েলাকে কেন্দ্র করে ঘটনাপরম্পরা কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা রয়েছে এখনও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়ে থাকবে কুয়াশার দাপট। দক্ষিণের জেলাগুলিতে দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। উত্তরের চার জেলায় ৫০ মিটারে দৃশ্যমানতা নামতে পারে।