News Of The Day

চাকরিহারা শিক্ষকদের এসএসসি দফতর অভিযান, ব্রাত্যের সঙ্গে বৈঠক। আইপিএলে কেকেআর। আর কী কী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না। বৃহস্পতিবারের মিছিলের পরে শুক্রবারও প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করতে কর্মসূচি রয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসএসসি দফতর অভিযানে চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা, শিক্ষামন্ত্রী ব্রাত্যের সঙ্গে বৈঠক

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না। বৃহস্পতিবারের মিছিলের পরে শুক্রবারও প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করতে কর্মসূচি রয়েছে তাঁদের। আজ দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দফতর অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা। সল্টলেকে করুণামী চত্বরে জমায়েত শুরু হবে। তার পরে সেখান থেকে এসএসসি দফতরের উদ্দেশে যাওয়ার কথা রয়েছে তাঁদের। এসএসসি দফতর অভিযানের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে চাকরিহারাদের। দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে ওই বৈঠক হওয়ার কথা। বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্য প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন। এসএসসি দফতর অভিযান এবং তার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের দিকে নজর থাকবে আজ।

চাকরি বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে তৃণমূল

Advertisement

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এর ফলে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এই পরিস্থিতি কেন তৈরি হল, কার দায়, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক আক্রমণ এবং প্রতিআক্রমণ শুরু হয়েছে বাংলায়। বিরোধীরা আক্রমণ শানাচ্ছে শাসকদল তৃণমূলকে। আবার বিজেপি এবং সিপিএমকে দুষে পাল্টা আক্রমণ শুরু করেছে তৃণমূল। এই পরিস্থিতির জন্য বিরোধীদের দিকে আঙুল তুলে গত বুধবার কলকাতায় পথে নেমেছিলেন তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্ব। এ বার রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল শিবির। বিরোধীদের দিকে ওই একই অভিযোগ তুলে আজ ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল রয়েছে তৃণমূলের।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ধোনিদের বিরুদ্ধে লড়াইয়ে কেকেআর, ঘুরে দাঁড়াবে কি দল

আইপিএলে আজ ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে মহেন্দ্র সিংহ ধোনিরা। চেন্নাই সুপার কিংসেরও এটি ষষ্ঠ ম্যাচ। খেলা চেন্নাইয়ে। কেকেআর শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে। আজ তাদের ঘুরে দাঁড়ানোর পালা। অন্য দিকে চেন্নাই প্রথম ম্যাচ জেতার পর শেষ চারটি ম্যাচেই হেরেছে। নাইট রাইডার্সের কাছেও কি হারবে চেন্নাই? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দর কষাকষির দরজা খুলেও হুঁশিয়ারি চিনের, কোন পথে ট্রাম্পের শুল্কযুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন ছাড়া বাকি দেশগুলির পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন। তবে চিনের উপর শুল্ক আরও বৃদ্ধি করে ১২৫ শতাংশ করে দিয়েছেন। সম্প্রতি আমেরিকা এবং চিন যে ভাবে একে অন্যের উপর ‘পাল্টা’ শুল্ক চাপিয়েছে, তাতে ট্রাম্পের নয়া সিদ্ধান্তের পরে বেজিং কী পদক্ষেপ করে সে দিকে নজর ছিল গোটা বিশ্বের। তবে এখনও পর্যন্ত নতুন করে কোনও পাল্টা শুল্কের পথে এগোয়নি চিন। বরং আমেরিকার সঙ্গে দর কষাকষির রাস্তা খোলার চেষ্টা করছে শি জিংপিংয়ের প্রশাসন। চিন জানিয়েছে, শুল্ক নিয়ে আমেরিকা আলোচনায় বসতে চাইলে ‘দরজা খোলা’। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কাছে মাথা নত করবে না চিন। বেজিং এ-ও জানিয়েছে, চাপ দিয়ে, হুমকি দিয়ে কিংবা ‘ব্ল্যাকমেল’ করে চিনকে দমানো যাবে না। এই অবস্থায় দুই দেশের শুল্ক-সংঘাতের দিকে নজর থাকবে আজ।

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে ফিরহাদ হাকিমের। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর সমস্যার কথা শোনেন মেয়র। আজ দুপুর ৩টে নাগাদ তাঁর ‘টক টু মেয়র’ কর্মসূচি শুরু হবে। সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। আজ ‘টক টু মেয়র’ পরবর্তী আলোচনায় কলকাতাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, গরমকালে শহরে জলকষ্ট দূর করতে কী কী পদক্ষেপের ভাবনা রয়েছে পুরসভার, তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

আইএসএলের ফাইনালের আগে মোহনবাগানের খবর

আইএসএলের ফাইনালে কাল মহারণ। যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শনিবার নামার আগে কী ভাবে প্রস্তুত হচ্ছে হোসে মোলিনার দল? মোহনবাগানের সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement