News Of The Day

মুর্শিদাবাদে যৌথ বাহিনীর অভিযান জারি, তাহাউর রানাকে জেরা, চালু হবে কালীঘাটের স্কাইওয়াক, আর কী

ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহারের দাবিতে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জের মতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অশান্ত এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয় কলকাতা হাই কোর্টও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদে যৌথ বাহিনীর অভিযান, পরিস্থিতি কি স্বাভাবিক হবে

Advertisement

ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহারের দাবিতে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জের মতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অশান্ত এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয় কলকাতা হাই কোর্টও। আদালতের নির্দেশেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিএসএফ সূত্রে খবর, ১৫ কোম্পানি মোতায়েন রয়েছে মুর্শিদাবাদে। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও পরিস্থিতি খতিয়ে দেখছেন। শনিবার রাতেই পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, তিনি বিএসএফের সঙ্গে বৈঠকও করেছিলেন। এর পরেই জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রয়েছে পুলিশের বিশাল বাহিনীও। সোমবার মুর্শিদাবাদের পরিস্থিতির দিকে নজর থাকবে।

রানাকে জেরা, দাউদকে নিয়ে রহস্যের কিনারা হবে কি

Advertisement

দিল্লিতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানাকে। সোমবার তাঁর এনআইএ হেফাজতের চতুর্থ দিন। তাঁর সঙ্গে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। রানাকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রানাকে জিজ্ঞাসাবাদের পর মুম্বই হামলায় দাউদ-যোগ নিয়ে নতুন কোনও তথ্য বেরিয়ে আসে কি না, সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কালীঘাট স্কাইওয়াকের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী

প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। প্রশাসন সূত্রে খবর, এ বছরেও পুজো দিতে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে যাবেন। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিম, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার প্রমুখ।

আইপিএলে ধোনি বনাম পন্থ, জয়ে ফেরার লক্ষ্যে চেন্নাই

আইপিএলে ছ’টির মধ্যে পাঁচটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে চেন্নাই। সোমবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। অর্থাৎ আইপিএলে ধোনি বনাম ঋষভ পন্থের লড়াই দেখা যাবে। রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের অধিনায়ক হয়ে ধোনি প্রথম ম্যাচেই খারাপ ভাবে হেরেছেন কলকাতার কাছে। সোমবার জয়ে ফিরতে মরিয়া তাঁর দল। অন্য দিকে, আগের ম্যাচে গুজরাতকে হারিয়ে চনমনে লখনউ শিবির। তারা চাইবে পয়েন্ট তালিকায় আরও উপরে উঠতে। খেলা শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

এ সপ্তাহেও কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টি, জারি সতর্কতাও

আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই কলকাতা এবং রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বনিম্ন ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং বুধবারের জন্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও।

চাকরিহারাদের আন্দোলন কোন পথে

ধর্মতলার ওয়াই চ্যানেলে এসএসসির চাকরিহারা প্রার্থীদের অবস্থান চলছে। ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও অবস্থান কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাঁদের। দিল্লি যাওয়ার পরে আন্দোলন কোন পথে এগোবে, পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে পরামর্শ পেতে ওয়াই চ্যানেলে একটি বাক্স বসিয়েছেন আন্দোলনকারীরা। চাকরিহারা সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর কাছে পরামর্শ চাওয়া হয়েছে। কাগজে পরামর্শ লিখে ওই বাক্সে ফেলবেন তাঁরা। রবিবার বিকেলে রাজভবন অভিযান, আমরণ অনশন-সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারাদের একাংশ। অন্য দিকে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানিয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement