—ফাইল চিত্র।
স্যালাইন-কাণ্ডে সিআইডির তদন্ত কোন পথে এগোচ্ছে, কেমন আছেন প্রসূতিরা
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, এই ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। স্যালাইন-কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডি-ও। সে দিকে নজর থাকবে। পাশাপাশি মেদিনীপুর মেডিক্যাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত হওয়া তিন প্রসূতির শারীরিক অবস্থা কেমন, আজ নজর থাকবে সে দিকেও।
সংক্রান্তিতেও নেই কনকনে ঠান্ডা, কবে নামবে পারদ
মকর সংক্রান্তিতেও কনকনে শীতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামিকাল থেকে ফের কিছুটা পারদপতন হতে পারে। আজ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণপর্ব শুরু হবে বিচার ভবনে। এই মামলায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে জামিন দিতে বলা হয়েছে। তার আগে ইডির মামলায় চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহের জন্য বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। সেই মতো আজ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে এই মামলায় তিন জনের নাম জমা দিয়েছে ইডি। আজ থেকে তাঁদের সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হচ্ছে।
মনোনয়ন জমা দিতে পারবেন কি দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী
দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা সোমবার মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। গতকাল দুপুরে আম আদমি পার্টির কর্মী-সমর্থকদের নিয়ে ‘রোড শো’ করে নয়াদিল্লির জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান তিনি। তবে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারেননি। মনোনয়ন জমা করার জন্য দুপুর ৩টে পর্যন্ত সময় ছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে সোমবার মনোনয়ন জমা দিতে গিয়েও ফিরতে হয় তাঁকে। এই অবস্থায় আজ ফের মনোনয়ন জমা করতে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির কালকাজি থেকে লড়বেন আতিশী। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। মনোনয়ন পর্ব শুরু হয়েছে গত ১০ জানুয়ারি থেকে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
মৌসম ভবনের ১৫০ বছর, কী বলবেন প্রধানমন্ত্রী মোদী
আজ ভারতীয় আবহাওয়া দফতরের (আইএম়ডি) ১৫০তম প্রতিষ্ঠা দিবস। দিল্লির ভারত মণ্ডপমে ওই অনুষ্ঠানে বক্তৃতা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মৌসম ভবনের ১৫০ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভারও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, ভুটান, মলদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে ভারত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তানের প্রতিনিধিদের ওই আলোচনাসভায় আসার কথা রয়েছে। তবে বাংলাদেশের প্রতিনিধিরা আসছেন না। বাংলাদেশের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, তারা দিল্লির সঙ্গে সুসম্পর্কই চান। তবে সরকারি খরচে অনাবশ্যক বিদেশভ্রমণে বর্তমানে কিছু বাধ্যবাধকতা রয়েছে বলে জানান বাংলাদেশ আবহাওয়া দফতরের এক কর্তা।