News Of The Day

রাজ্যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। সুপ্রিম কোর্টে শুনানি মধ্যশিক্ষা পর্ষদের আর্জির। আর কী

জাতীয় মহিলা কমিশনের তদন্তকারী প্রতিনিধিদল আজই এসে পৌঁছোচ্ছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শমসেরগঞ্জে অশান্তির প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদকাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের, আজই আসছে প্রতিনিধিদল

Advertisement

জাতীয় মহিলা কমিশনের তদন্তকারী প্রতিনিধিদল আজই এসে পৌঁছোচ্ছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শমসেরগঞ্জে অশান্তির প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবারই প্রেস বিবৃতি প্রকাশ করে মহিলা কমিশন জানায়, তারা পশ্চিমবঙ্গে তদন্তকারী প্রতিনিধিদল পাঠাচ্ছে, যার নেতৃত্বে থাকবেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহটকর নিজেই। সেই প্রতিনিধিদল আজ রাতে কলকাতায় এসে পৌঁছোচ্ছে। শুক্রবার সকালে দলটি মালদহের উদ্দেশে রওনা দেবে। প্রথমে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে মহিলা কমিশনের প্রতিনিধিরা কথা বলবেন আক্রান্ত ও ঘরছাড়া মহিলাদের সঙ্গে। পরে মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা কথা বলবেন। শনিবার মুর্শিদাবাদ জেলার অশান্তি কবলিত এলাকায় দলটির যাওয়ার কথা। তার পরে বৈঠক করার কথা মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে।

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারই শুনানি হতে পারে মধ্যশিক্ষা পর্ষদের আর্জির

Advertisement

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি, যাঁরা ‘দাগি’ (টেন্টেড) বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে আজ। শীর্ষ আদালতের তালিকায় এই মামলাটিকে রাখা হয়েছে। তালিকাটি বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনটি বৃহস্পতিবার শুনানির জন্য রয়েছে ৩৫ নম্বরে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ এই মামলা শুনতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে ঘুরে দাঁড়ানো দুই দলের লড়াই, মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ

আইপিএলে আজ দুই ঘুরে দাঁড়ানো দলের লড়াই। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। পর পর চারটি ম্যাচ হেরে গত ম্যাচে জয়ে ফিরেছে হায়দরাবাদ। তারা হারিয়েছে পঞ্জাব কিংসকে। মুম্বইও শেষ ম্যাচে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। আজ মুম্বইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলার শুনানি হাই কোর্টে

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আজ একাধিক জনস্বার্থ মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই দাবিতে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ। আজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলাগুলির শুনানি রয়েছে। এর আগে সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ এলাকায় অশান্তির ঘটনায় আগেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। ওই সব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় আদালত। আজ নতুন জনস্বার্থ মামলায় শুভেন্দুর আবেদন, ওই অশান্তির ঘটনায় বহিরাগত শক্তির হাত থাকতে পারে। পুরো ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হোক। এ ছাড়া ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হোক। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিক আদালত। অন্য দিকে, বিশ্ব হিন্দু পরিষদের আবেদন, অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। ভাঙচুর, অগ্নিসংযোগে যুক্ত ব্যক্তিদের থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক। আজ আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

প্রাথমিকে সিবিআইয়ের মামলায় পার্থ জামিন পাবেন কি? রায় শোনাবে আদালত

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতার বিচারভবনে সেই সংক্রান্ত শুনানি হয়েছে। আজ এই মামলার রায় ঘোষণা করবে আদালত। সিবিআইয়ের মামলায় পার্থ জামিন পেলেন কি না, সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement