News Of The Day

আরজি কর: শুনানি সুপ্রিম কোর্টে, বালোচ বিদ্রোহীদের দমনে পাক তৎপরতা, ফুরফুরায় মমতা...আর কী

বেলা সাড়ে ১১টা নাগাদ আরজি কর মামলার শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই মামলাটি শুনবে। ওই বেঞ্চে থাকতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

আজ আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। প্রায় দেড় মাস পরে ওই মামলাটি শুনানির জন্য উঠছে শীর্ষ আদালতে। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই মামলাটি শুনবে। তৃতীয় বিচারপতি হিসাবে ওই বেঞ্চে থাকতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে অখুশি পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্য উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মর্মে পরিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় হাই কোর্ট মামলা শুনতে রাজি হয়নি। এমতাবস্থায় নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানুয়ারি মাসের ২৯ তারিখ ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি খন্না জানতে চেয়েছিলেন, পরিবার কোন আদালতে মামলা রাখতে চায়? তারা জানায়, সিবিআই তদন্তে ত্রুটির বিষয়টির বিচার হোক হাই কোর্টে। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্ট কী জানায় নজর থাকবে সে দিকে।

বালোচ বিদ্রোহী দমনে পাক সেনার পদক্ষেপ

Advertisement

শনিবারের পরে রবিবারও পাকিস্তানি সেনার কনভয়ে হামলা। কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়। সেই কনভয় লক্ষ্য করে হামলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, ৯০ জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন। যদিও পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে, রবিবারের হামলায় অন্তত সাত জন মারা গিয়েছেন। বালোচ বিদ্রোহীরা গ্বদর বন্দর এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প থেকে চিনকে দূরে সরানোর দাবি তুলেছে। তাদের অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে চিন বালোচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে। দুই পক্ষের সংঘাত কোন পথে?

ফুরফুরা শরিফে যাবেন মুখ্যমন্ত্রী মমতা

সব ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যায় ফুরফুরা শরিফে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফুরফুরা শরিফের একটি ইফতার পার্টিতে যোগ দিতে পারেন। পিরজাদী সাফেরি সিদ্দিকি বলেছেন, “ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।” বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি নবান্নে ডেকে ফুরফুরার অন‍্যতম পিরজাদা নওশাদ সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলের বাকি ছ’দিন, সব দলের প্রস্তুতির খবর

আইপিএল শুরু হতে বাকি আর ছ’ দিন। ২২ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে ১০টি দলই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোন দলের হাল কেমন? ইডেনে কেমন প্রস্তুতি সারছে কেকেআর? থাকছে সেই সব খবর।

তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণের কয়েক জেলায়, গুমোট গরম কলকাতায়

আজ তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়তে পারে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরেও আবহাওয়া মূলত শুকনো থাকবে।

হুমায়ুন কবীরের জবাব নিয়ে বৈঠক

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর শোকজ় নোটিসের যে জবাব দিয়েছেন তা নিয়ে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি সোমবার বিধানসভায় বৈঠকে বসতে চলেছে। সূত্রের খবর, তাঁর দেওয়া জবাবে দল সন্তুষ্ট নয়, যার ফলে কঠোর পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নজর থাকবে এই খবরের দিকে।

সুনীতা উইলিয়ামসদের তৎপরতা মহাকাশ স্টেশনে

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পৌঁছে গিয়েছে স্পেসএক্সের মহাকাশযান। রবিবার সকালে ওই মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নামে। যে চার মহাকাশচারী তাতে ছিলেন, তাঁরা বেরিয়ে আসেন এবং সুনীতাদের সঙ্গে দেখা করেন। সহকর্মীদের দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন সুনীতা, বুচ‌। ওই চার জনের হাতে দায়িত্ব তুলে দিয়ে সুনীতারা ফিরবেন। আগামী বুধবার তাঁদের নিয়ে মহাকাশযান রওনা দেবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement