News Of The Day

দোষী সিভিকের সাজা ঘোষণা সোমে, আরজি কর নিয়ে কে কী বলছেন। নতুন পশ্চিমি ঝঞ্ঝা। আর কী নজরে

অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায় পর অনেকেই চাইছেন, তাঁর সর্বোচ্চ সাজা হোক। বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

—ফাইল চিত্র।

দোষী সিভিক সঞ্জয়, সাজা ঘোষণা সোমবার, আরজি কর নিয়ে কে কী বলছেন

Advertisement

আরজি করে ধর্ষণ এবং খুনের মামলার রায় ঘোষণার পরে শনিবার বিভিন্ন মহলে বিবিধ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায় পর অনেকেই চাইছেন, তাঁর সর্বোচ্চ সাজা হোক। বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তবে আরজি কর আন্দোলনের সামনের সারিতে থাকা জুনিয়র ডাক্তারেরা পুরোপুরি খুশি হতে পারছেন না। তাঁদের একাংশের দাবি, বিচার এখনও পাওয়া যায়নি। অনেকের বক্তব্য, সঞ্জয় একা নন, আরও কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই ‘বিচার’ মিলবে। এই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে।

পুরুলিয়ার জঙ্গলে ‘বাঘবন্দি খেলা’, কী করছে বন দফতর

Advertisement

দিন কয়েক ধরে বাঘ ঘুরছে পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে। পায়ের ছাপই প্রমাণ দিচ্ছে তার গতিবিধির। শনিবার ভোরে পুরুলিয়ার রাইকা পাহাড়ের জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে বাঘটি। উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই তাকে বাগে আনতে তৎপর হয় বন দফতর। পাতা হয় খাঁচা। পাশাপাশি, ঘুমপাড়ানি গুলিরও বন্দোবস্ত করা হয়। যদি পাতা খাঁচায় ধরা না পড়ে, তবে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে কাবু করার পরিকল্পনা বন দফতরের। আজ বনকর্মীদের পাতা ফাঁদে বাঘ ধরা দেয় কি না, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ, কোন পথে লাইন

আজ শেষ হবে সিপিএমের তিন দিনের বৈঠক। আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য রাজনৈতিক কৌশলগত খসড়া নির্দিষ্ট হবে এই বৈঠকে। ফলে আগামী তিন বছরে সিপিএম কোন ‘লাইন’ নিয়ে চলবে, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কেমন হবে, তার একটা দিশা মিলতে পারে আজ।

ইজ়রায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি, বন্দিমুক্তি হবে কি

দীর্ঘ ১৫ মাস পরে শান্তি ফিরছে পশ্চিম এশিয়ায়। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন করেছে ইজ়রায়েলের মন্ত্রিসভা। ওই চুক্তির শর্ত অনুযায়ী পণবন্দিদের মুক্তি দিতেও রাজি হয়েছে হামাস। ইজ়রায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনও প্যালেস্টাইনি বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকেই এই চুক্তি কার্যকর করা হবে। হামাস গোষ্ঠী এবং ইজ়রায়েলের মধ্যে কি বন্দি মুক্তি প্রক্রিয়ার দিকে নজর থাকবে আজ।

নতুন পশ্চিমি ঝঞ্ঝা! আর কি জাঁকিয়ে শীত পড়বে না

নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে রাজ্যে। ফলে আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। তবে জাঁকিয়ে শীত পড়বে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement