গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ইডির ডিরেক্টর রাহুল নবীন তিন দিনের সফরে কলকাতায় এসেছেন। আজ সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন ইডির শীর্ষকর্তারা। আইপ্যাক নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সংস্থার যে সংঘাত, সেই প্রসঙ্গও বৈঠকে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। শহরে যে সমস্ত ‘হাই প্রোফাইল’ মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন রাহুল। কোন মামলার কী অবস্থা, তদন্ত কত দূর এগিয়েছে, তার রিপোর্ট ডিরেক্টরকে দেওয়া হতে পারে।
আজ ভারত এবং নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। নাগপুরে প্রথম ম্যাচে ৪৮ রানে জিতেছে ভারত। আজ খেলা রায়পুরে। প্রথম ম্যাচে সহজে জিতলেও অভিষেক শর্মা এবং রিঙ্কু সিংহ ছাড়া কেউ সে ভাবে রান পাননি। সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে চিন্তা। বোলিং নিয়েও চিন্তা থাকবে গৌতম গম্ভীরের। বিশেষ করে দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল একেবারেই সুবিধে করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে জিতে কি সিরিজ়ে ২-০ এগিয়ে যেতে পারবে ভারত? না কি সমতা ফেরাবে কিউয়িরা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না সরস্বতী পুজোতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ, কোথাও জাঁকিয়ে শীত পড়বে না। ফলে সরস্বতী পুজোর দিন চুটিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে।
অস্ট্রেলিয়ান ওপেনে আজ ষষ্ঠ দিনের খেলা। তৃতীয় রাউন্ডের ম্যাচে নামবেন দুই শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ় ও অ্যারিন সাবালেঙ্কা। এ ছাড়াও খেলবেন মেয়েদের সিঙ্গলসের তৃতীয় বাছাই কোকো গফ। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।