News Of The Day

এসআইআরের প্রতিবাদে বনগাঁয় পথে মুখ্যমন্ত্রী মমতা। টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা। গুয়াহাটি টেস্ট। আর কী কী

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে আবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বনগাঁয়। আজ সেখানকার ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৫০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে আবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বনগাঁয়। আজ সেখানকার ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। তার পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এই খবরে আজ নজর থাকবে।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা। আগেই জানা গিয়েছে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। কোন মাঠে কোন ম্যাচ, জানা যাবে আজ। সূচি ঘোষণার অনুষ্ঠানে থাকবেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মা। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে সম্প্রচার শুরু সন্ধ্যা ৬:৩০ থেকে।

Advertisement

দক্ষিণ আন্দামান সাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তখন তা অবস্থান করবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে। তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না। এ রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা। তবে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। দু’দিন পরে আবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ ২০১ রানে। ঋষভ পন্থদের ফলোঅন করায়নি প্রোটিয়ারা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৬ রান তুলেছে। সব মিলিয়ে ৩১৪ রানে এগিয়ে তারা, হাতে ১০ উইকেট। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে জসপ্রীত বুমরাহ-কুলদীপ যাদবদের দুর্দান্ত বল করতে হবে। খেলা শুরু সকাল ৯টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ অযোধ্যায় রামমন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে‌ শ্রীরামের মন্দিরে ধ্বজারোহণ করবেন তিনি। উত্তোলন করা হবে ধর্মীয় ধ্বজা। রামমন্দিরে এই অনুষ্ঠানের আগে গোটা অযোধ্যা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই অনুষ্ঠানের দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement