News Of The Day

ভার্চুয়াল বৈঠকে অভিষেক। আবার রো-কো। বাংলাদেশের পরিস্থিতি। সিরিজ় জয়ের হাতছানি। নজরে কী

ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে এই বৈঠক হবে। প্রথম পর্যায়ের এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের এসআইআরের কাজ শুরু হচ্ছে শনিবার। তার আগে অভিষেকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

তৃণমূলের বিএলএ, বিএলএ-২, বিধায়ক, মন্ত্রী, সাংসদ ও জেলা সভাপতি-সহ শাখা সংগঠনের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে এই বৈঠক হবে। প্রথম পর্যায়ের এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের এসআইআরের কাজ শুরু হচ্ছে শনিবার। তার আগে অভিষেকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। যদিও আজকের বৈঠকের পর রবিবার আবারও একটি ভার্চুয়াল বৈঠক করার কথা অভিষেকের।

আজ আবার মাঠে নামার কথা রোহিত শর্মা ও বিরাট কোহলির। বিজয় হজারে ট্রফিতে দু’জনেই প্রথম দু’টি ম্যাচ খেলবেন বলে জানা গিয়েছিল। বুধবার দু’জনেই প্রথম ম্যাচ খেলেছেন। দু’জনেই শতরান করেছেন। আজ রোহিতের মুম্বইয়ের সামনে উত্তরাখণ্ড। কোহলির দিল্লি খেলবে গুজরাতের বিরুদ্ধে। এ ছাড়াও খেলার কথা ঋষভ পন্থ, ঈশান কিশনের। রয়েছে গত ম্যাচে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর বিহারের খেলাও। দলগত ভাবে বিহার আগের ম্যাচে বিশ্বরেকর্ড করেছে। এ বার বৈভবদের সামনে মণিপুর। গত ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে ৩৮৩ রান তাড়া করে জেতা বাংলার খেলাও রয়েছে আজ। বিপক্ষে বরোদা। সব খেলা সকাল ৯টা থেকে। বাছাই করা কয়েকটি ম্যাচ দেখানো হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

অশান্ত বাংলাদেশে ফিরে বিপুল অভ্যর্থনা পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুবনেতা শফিক ওসমান হাদির খুন ঘিরে হিংসার আবহে বৃহস্পতিবার তারককে স্বাগত জানাতে হাজির ছিলেন কয়েক লক্ষ কর্মী-সমর্থক। সংবর্ধনা সভায় মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান-হিন্দু-সহ বিভিন্ন ধর্মের মানুষের জন্য ‘নিরাপদ বাংলাদেশ’ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির নতুন প্রজন্মের নেতা। অন্য দিকে, হাদির মৃত্যুর পরে সমালোচনার মুখে পড়া খোদাবক্স চৌধুরী বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) থেকে ইস্তফা দিয়েছেন।

অ্যাশেজ়ের ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ় ৩-০ ফলে জিতে গিয়েছে। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের চতুর্থ টেস্ট। বরাবরের মতো এ বারও বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। মদ্যপান বিতর্কে জর্জরিত বেন স্টোকসের ইংল্যান্ড কি জয়ের মুখ দেখবে? অস্ট্রেলিয়া এই টেস্টে আবার পাচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সকে। নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। চতুর্থ টেস্ট শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ ভারত বনাম শ্রীলঙ্কা মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচ। হরমনপ্রীত কৌরের দল প্রথম দু’টি ম্যাচ সহজেই জিতে গিয়েছে। আজ জিতলেই পাঁচ ম্যাচের সিরিজ় জিতে যাবেন তাঁরা। আজই কি সিরিজ় পকেটে পুরবে ভারত? তিরুঅনন্তপুরমে খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

জাঁকিয়ে শীতে জবুথবু কলকাতা। বড়দিনের ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এসেছে পারদ! বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এটাই এখনও পর্যন্ত চলতি মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পারদ আরও নামতে পারে। কলকাতায় ১২ ডিগ্রির ঘরেও নামতে পারে তাপমাত্রা। জেলায় জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি পর্ব শুরু হচ্ছে। তার আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি সেরে নিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। প্রথম পর্যায়ে ডাক পড়বে ৩০ লক্ষ ভোটারের, যাঁরা ২০০২ সালের তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। তাঁদের অনেককেই ইতিমধ্যে নোটিস পাঠিয়ে দিয়েছে কমিশন। শুনানির দায়িত্বে থাকবেন মূলত ইআরও এবং এইআরও-রা। তবে শুনানি পর্ব ঠিকঠাক চলছে কি না, তা তদারকির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও মাইক্রো অবজ়ার্ভার হিসাবে নিযুক্ত করেছে কমিশন। তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এসআইআর সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আজ আবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে যাচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিক্ষোভ দেখাতে নয়। বাংলাদেশ উপদূতাবাসের কর্তাদের সঙ্গে দেখা করে দীপুচন্দ্র দাস খুনের ঘটনায় বাংলাদেশ প্রশাসনের করা পদক্ষেপের ‘হিসাব’ বুঝে নিতে। কয়েক দিন আগেই শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল বাংলাদেশ উপদূতাবাসের কাছে। সে দিন শুভেন্দুরা উপদূতাবাসে ঢুকতে পারেননি। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ২৬ ডিসেম্বর তিনি আবার উপদূতাবাসে যাবেন এবং কর্তৃপক্ষ দেখা করার জন্য সময় বরাদ্দ না করলে দ্বিগুণ জমায়েত সঙ্গে নিয়ে তিনি বিক্ষোভ করবেন। কিন্তু বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানিয়েছেন যে, তাঁকে-সহ মোট ৬ জনের প্রতিনিধিদলের সঙ্গে দেখার করার জন্য সময় দেওয়া হয়েছে বাংলাদেশ উপদূতাবাসের তরফ থেকে। তাই জমায়েত বা বিক্ষোভ মিছিল নিয়ে নয়, শুধু সাধু সমাজের প্রতিনিধিদের নিয়ে তিনি উপদূতাবাসে যাচ্ছেন। সাধু সমাজের তরফ থেকে মহাকাল গিরি, সঞ্জয় শাস্ত্রী, সর্বানন্দ অবধূত, সঞ্জয় হেলা এবং কৃষ্ণা মাতাজি তাঁর সঙ্গে যাবেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন। বাংলাদেশের মৈমনসিংহে দীপুর হত্যার পরে বাংলাদেশ প্রশাসন কী পদক্ষেপ করেছে, কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, দীপুর পরিবারকে কী ভাবে সাহায্য করা হচ্ছে, সে বিষয়ে বাংলাদেশ উপদূতাবাসের কাছে তাঁরা বিশদ তথ্য চাইবেন বলে শুভেন্দু জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement