News Of The Day

দিঘায় রথযাত্রা। পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন। নতুন করে নিম্নচাপ। শুভমনদের সব খবর। কী কী নজরে

আজ শুভেন্দু তিনটি রথযাত্রার কর্মসূচিতে অংশ নেবেন। শুরু উত্তর কলকাতা থেকে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ‘সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টে’র পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ০৭:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিঘায় রথযাত্রার অভিভাবক স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা, শুভেন্দু দুই জেলার তিন কর্মসূচিতে

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কলকাতায় ইসকনের রথের রশিতে টান দিতে দেখা যায় প্রতি বারই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও রথ টানেন প্রতি বার। কিন্তু এ বছর দিঘার জগন্নাথের মন্দির ঘিরে রথযাত্রার উন্মাদনা অন‍্য মাত্রায় পৌঁছেছে। আজ রথযাত্রা। তার আগে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে ওই দিনই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পূর্তমন্ত্রী পুলক রায়, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, অর্থ এবং স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দমকলমন্ত্রী সুজিত বসু। আজ শুভেন্দু তিনটি রথযাত্রার কর্মসূচিতে অংশ নেবেন। শুরু উত্তর কলকাতা থেকে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ‘সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টে’র পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে। আজ দুপুরে সেখানে রথের রশিতে টান দিয়ে নিজের কর্মসূচি শুরু করবেন শুভেন্দু। এর পর বিরোধী দলনেতার জোড়া কর্মসূচি রয়েছে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে।

যুদ্ধবিরতি হলেও চাপা উত্তেজনা পশ্চিম এশিয়ায়

Advertisement

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি হলেও চাপা উত্তেজনা এখনও রয়ে গিয়েছে পশ্চিম এশিয়ায়। বৃহস্পতিবার ভিডিয়োবার্তায় ফের আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর বক্তব্য, আমেরিকা চাইছে ইরান আত্মসমর্পণ করুক। তবে ইরান যে কোনও ভাবেই আত্মসমর্পণ করবে না, তা নিজের বক্তব্যেই স্পষ্ট করে দিয়েছেন খামেনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, আগামী সপ্তাহে আমেরিকা এবং ইরান ফের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে। তবে ইরান এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি। এ অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি, টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন নিম্নচাপ অঞ্চলের প্রভাবে টানা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়াও। গোটা রাজ্যেই আপাতত বর্ষা অত্যন্ত সক্রিয়। সমুদ্রে জারি করা হয়েছে লাল সতর্কতা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বুধবার থেকে বার্মিংহামে ভারতের দ্বিতীয় টেস্ট, শুভমনদের সব খবর

২ জুলাই বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ বার্মিংহামে। ভারতীয় দল ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছে গিয়েছে। হেডিংলেতে প্রথম টেস্টে হারের পর কী ভাবে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন শুভমন গিলেরা? ভারতীয় দলের সব খবর।

দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নামছে ১৪ বছরের বৈভব

আইপিএলে ঝড় তোলার পর এই প্রথম দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বৈভব সূর্যবংশী। ১৪ বছরের বৈভব ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে। পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ে আজ প্রথম ম্যাচ। দেশের হয়ে কি দাগ কাটতে পারবে বৈভব? অনুশীলন ম্যাচে অবশ্য নজর কাড়তে পারেনি বৈভব। ইয়ং লায়ন্স দলের বিরুদ্ধে ১৩ বলে ১৭ রান করে সে। সেই ম্যাচে নজর কেড়েছেন ট্রাক চালকের পুত্র ১৮ বছরের হরভংস পাঙ্গালিয়া। ন’নম্বরে নেমে ৫২ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে কি যেতে পারবে রিয়াল মাদ্রিদ?

ক্লাব বিশ্বকাপে আজ দু’টি ম্যাচ। জানা যাবে গ্রুপ ‘এইচ’ থেকে কারা প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে। রিয়াল মাদ্রিদ খেলবে আরবি সালসবার্গের সঙ্গে। অন্য ম্যাচে মুখোমুখি আল হিলাল ও পাচুকা। রিয়াল এবং সালসবার্গের ৪ পয়েন্ট। আল হিলাল ২ পয়েন্টে রয়েছে। একটিও ম্যাচ জিততে না পেরে পাচুকা ছিটকে গিয়েছে। দু’টি খেলাই শুরু ভোর ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে ডিএজ়েডএন ওয়েবসাইট এবং অ্যাপে।

বিশ্বের দুই প্রান্তে চলছে জোড়া টেস্ট, দুই ম্যাচের সব খবর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হয়ে গিয়েছে। ভারত-ইংল্যান্ড সিরিজ় যেমন চলছে, তেমনই চলছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ় এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ়। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট শুরুতেই জমে গিয়েছে। প্রথম দিনই পড়েছে ১৪টি উইকেট। আজ দ্বিতীয় দিনের খেলা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। এই ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের আজ তৃতীয় দিনের খেলা। খেলা শুরু সকাল ৯:৩০টা থেকে। এই ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement