News of the Day

নির্বাচন কমিশনে তৃণমূলের সাংসদেরা। এসএসসি মামলার শুনানি। ফিরহাদের ‘টক টু মেয়র’। আর কী নজরে দিনভর

জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর, এসএসসি মামলার শুনানিকলকাতা হাই কোর্টে, ভারতের টেস্ট দলের ভবিষ্যৎ কী, রায়পুরে শুরু হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক , ‘টক টু মেয়র’ কর্মসূচি

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রাজ্যের এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত বলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক দিনের মধ্যে দ্বিতীয় চিঠি লিখে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর উপর্যুপরি জোড়া চিঠি পাওয়ার পরে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছে কমিশন। শুক্রবার দিল্লির নির্বাচন সদনে যাবেন তৃণমূলের ১০ জন সাংসদ। কমিশনে তৃণমূল গিয়ে কী বলে, সেই খবরে আজ নজর থাকবে।

আজ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। মামলায় ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বরকে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। বুধবার মামলার বিষয়টি সুপ্রিম কোর্টে জানানো হয়। শীর্ষ আদালত জানিয়েছে হাই কোর্ট মামলা শুনতে পারবে। আজ বিচারপতি অমৃতা সিংহের এজলাসে এই মামলার শুনানি রয়েছে। বৃহস্পতিবার এসএসসির অন্য একটি মামলায় তিনি নতুন নিয়োগ প্রক্রিয়ার সব পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দেন। আজ হাই কোর্টের দিকে নজর থাকবে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে ভারত। লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে গৌতম গম্ভীর, ঋষভ পন্থদের। গম্ভীরকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছে। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পন্থ। ভারতের টেস্ট দলের ভবিষ্যৎ নিয়ে কী বলছে ক্রিকেট বোর্ড? থাকছে সেই সব খবর।

ছত্তীসগঢ়ের রায়পুরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় স্তরের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। ডিজিপি এবং আইজিপিদের সর্বভারতীয় এই সম্মেলনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হবে। মাওবাদী প্রভাবিত ছত্তীসগঢ়ে এটি আয়োজিত হওয়ায় সম্মেলনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সম্মেলনের উদ্বোধন করবেন। পরবর্তী দিনগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বার্তা দিতে পারেন এই সম্মেলনে। এই সম্মেলনে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। সেখানে কী কী বিষয় উঠে আসে, মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে আজ।

মুস্তাক আলি ট্রফির শুরুটা ভাল হয়নি বৈভব সূর্যবংশীর। ইডেনে চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে চার বলের বেশি টিকে থাকতে পারেনি সে। আজ ইডেনে দ্বিতীয় ম্যাচে বিহারের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। দ্বিতীয় ম্যাচে বৈভব জ্বলে উঠতে পারে কি না, সে দিকেই নজর সকলের। খেলা শুরু সকাল ১১টা থেকে।

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর পর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। নাম ঘূর্ণিঝড় ‘দিটওয়া’। তবে এর প্রভাব আপাতত পশ্চিমবঙ্গের উপকূলে পড়ছে না। কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছে ১৬ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে রাতের তাপমাত্রা। তার পরের তিন দিন পারদে তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গের জন্যেও সেই পূর্বাভাস রয়েছে। রাজ্যের সর্বত্র শীতের আমেজ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement