News Of The Day

জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দিঘার মন্দিরের দ্বারোদ্ঘাটনে মমতা। কাঁথিতে শুভেন্দুর সনাতনী সম্মেলন। আর কী কী

আজ অক্ষয়তৃতীয়ায় দিঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন। বিগ্রহের সামনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হবে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দিঘার মন্দিরের দ্বারোদ্ঘাটনে মমতা, দিনভর হোমযজ্ঞ

Advertisement

আজ অক্ষয়তৃতীয়ায় দিঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন। বিগ্রহের সামনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হবে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড (ঘটে জল রেখে তৈরি হয় কুম্ভকুণ্ড)। তার পরে শুরু হবে জগন্নাথের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। পাথরের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন ইসকনের সন্ন্যাসীরা। কাঠের জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বাধীন পুরোহিতেরা। জগন্নাথের সঙ্গে রাধাকৃষ্ণের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা করা হবে। প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিট। ওই ২০ মিনিটের মধ্যেই দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে। রুদ্ধ দরজার ভিতরে হবে প্রাণপ্রতিষ্ঠা। প্রাণপ্রতিষ্ঠার পরেই জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া সারা হবে। তার পরে ৫৬ ভোগ অর্পণ করা হবে জগন্নাথের উদ্দেশে। তার পরে দ্বারোদ্ঘাটন পর্ব। অক্ষয় তৃতীয়ার বিকালে শুভ সময় বিকাল ৫টা থেকে ৫টা ১০ মিনিট। ওই সময়েই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের উদ্দেশে প্রথম সন্ধ্যারতিও করবেন মুখ্যমন্ত্রী।

পহেলগাঁও কাণ্ডের পর নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর আজ প্রথম বার বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ বেলা ১১টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরস্ত্র এর মৃত্যুর আট দিনের মাথায় এই বৈঠক হচ্ছে। পহেলগাঁওয়ের ঘটনার পরের দিনই, গত বুধবার (২৩ এপ্রিল) নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিকে নিয়ে বৈঠক করেছিলেন মোদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছিল বিদেশ মন্ত্রক। তার মধ্যে অন্যতম পাকিস্তানিদের ভিসা বাতিল এবং সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত। তার পরেও নয়াদিল্লিতে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই পরিস্থিতিতে আজ মন্ত্রিসভার বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দুর সনাতনী সম্মেলন

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ করার অনুমতি নিয়ে সিঙ্গল বেঞ্চের মঙ্গলবারের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু মঙ্গলবার সেই আবেদনের শুনানি হয়নি ডিভিশন বেঞ্চে। ফলে আপাতত বহাল রয়েছে সিঙ্গল বেঞ্চের রায়। হাই কোর্ট সূত্রের খবর, আজ রাজ্যের আবেদনের শুনানি হতে পারে ডিভিশন বেঞ্চে। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই আজ কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। তবে কর্মসূচির শর্তও বেঁধে দিয়েছিলেন তিনি। বিচারপতি জানান, তিন হাজার লোক নিয়ে এই সভা করা যেতে পারে। বেঁধে দেওয়া সংখ্যার বেশি জমায়েত করা যাবে না।

সুপার কাপের ফাইনালে কি উঠতে পারবে মোহনবাগান

আজ সুপার কাপের সেমিফাইনালে নামছে মোহনবগান। তাদের সামনে এফসি গোয়া। এই গোয়াকে পিছনে ফেলেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। ফলে আজ হাড্ডাহাড্ডি লড়াই। তরুণদের নিয়ে এই প্রতিয়োগিতায় খেলছে মোহনবাগান। আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে তারা। পারবে কি ফাইনালে উঠতে? খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে। দ্বিতীয় সেমিফাইনালে লড়াই মুম্বই ও জামশেদপুরের। খেলা রাত ৮টা থেকে। দু’টি খেলাই দেখা যাব স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইপিএলে হাল ছেড়ে দেওয়া ধোনিদের সামনে পঞ্জাব কিংস

মহেন্দ্র সিংহ ধোনি বলেই দিয়েছেন, পরের বছরের আইপিএলের কথা ভাবতে শুরু করে দিয়েছেন তাঁরা। এ বার চেন্নাই সুপার কিংসের আর আশা নেই। ন’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সকলের নীচে রয়েছে তারা। আজ খেলা পঞ্জাব কিংসের সঙ্গে। শ্রেয়স আয়ারের পঞ্জাবের ন’ম্যাচে ১১ পয়েন্ট। তারা প্লে-অফের দৌড়ে রয়েছে। ফলে এই ম্যাচ তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ চেন্নাইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাব স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement