News Of The Day

অনুব্রতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কি নেবে দল ও পুলিশ। কলকাতায় শাহ। ভোপালে প্রধানমন্ত্রী। আর কী কী

সকালে অস্বীকার করলেও পরে অনুব্রত ক্ষমা চান। মেনে নেন ‘কণ্ঠস্বর’ তাঁরই। বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ায় পুলিশ এফআইআর করেছে। যা অতীতে কখনও হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অডিয়ো-কাণ্ডে অনুব্রতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে কি তৃণমূল এবং পুলিশ

Advertisement

অনুব্রত মণ্ডলের অডিয়ো-কাণ্ডে শুক্রবার দল তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল। সকালে অস্বীকার করলেও পরে অনুব্রত ক্ষমা চান। মেনে নেন ‘কণ্ঠস্বর’ তাঁরই। বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ায় পুলিশ এফআইআর করেছে। যা অতীতে কখনও হয়নি। এর আগে একাধিক বার পুলিশকে নানা ভাবে হুমকি দিতে শোনা গিয়েছে অনুব্রতকে। কখনও দলীয় কর্মীদের নিদান দিয়েছিলেন পুলিশের উপর বোমা মারতে। কখনও পুলিশকে ঘড়ি দেখিয়ে সময় বেঁধে বলেছেন, চার ঘণ্টার মধ্যে ব্যবস্থা না হলে তিনি লন্ডভন্ড করে দেবেন। আজ সেই জল কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে।

আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল হামাস

Advertisement

আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু স্বাধীন প্যালেস্টাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাস জানিয়ে দিল, আমেরিকার দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয় তারা। হামাস এ-ও মনে করছে, আলোচনার প্রস্তাব দেওয়া হলেও গাজ়ায় ‘হত্যালীলা এবং দুর্ভিক্ষ’ বজায় থাকবে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

ভোপালে প্রধানমন্ত্রী মোদী, বার্তা দেবেন কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে

আজ মধ্যপ্রদেশের ভোপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সভায় বক্তৃতা করবেন তিনি। ওই কর্মসূচি থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মোদীর। আজকের ওই সভা থেকে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়ও উঠে আসতে পারে মোদীর বক্তব্যে। দেশের নারীশক্তি এবং তাঁদের সাফল্যের কথাও অহল্যাবাইয়ের জন্মবার্ষিকীতে তুলে ধরতে পারেন মোদী। আজ নজর থাকবে এই খবরে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০ ঘণ্টার বাংলা সফরে কলকাতা পৌঁছবেন শাহ

আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ ঘণ্টার সফরে বঙ্গে আসছেন তিনি। দিল্লি থেকে বিএসএফের বিমানে রাত ৯টা ২৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন শাহ। রবিরার দিনভর কলকাতায় তিনটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। প্রথমে রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে সভা করবেন। বিকেলে স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় সাধু-সন্তদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ ফের কলকাতা বিমানবন্দর থেকে রওনা হবেন দিল্লির উদ্দেশে।

নিম্নচাপ সরছে, কমবে কি বৃষ্টি, কোথায় কেমন আবহাওয়া

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তা শক্তি হারিয়ে আপাতত বাংলাদেশের উপরেই রয়েছে। তবে তা ধীরে ধীরে ভারতের মেঘালয়ের দিকে সরছে। এর জেরে আজও দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ ভাসবে রবিবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ভারত ‘এ’ বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচের দ্বিতীয় দিন

ইংল্যান্ড টেস্ট সিরিজ়‌ শুরুর আগে রয়েছে দু’টি বেসরকারি টেস্ট। তার প্রথমটি শুরু হয়েছে শুক্রবার থেকে। ভারতকে টেস্ট দলের প্রথম একাদশে ঢোকার একাধিক দাবিদার খেলছেন এই ম্যাচে। খেলা শুরু দুপুর সাড়ে ৩টে থেকে। তবে কোনও চ্যানেলেই এই খেলা দেখা যাবে না।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি বনাম ইন্টার মিলান

ইউরোপের ক্লাবস্তরের সেরা প্রতিযোগিতার ফাইনাল আজ। প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে খেলবে ইন্টার মিলান। প্যারিস আজ পর্যন্ত এক বারও এই ট্রফি জেতেনি। অন্য দিকে, ইন্টারের সামনে চতুর্থ বার ট্রফি জেতার সুযোগ। শেষ বার তারা জিতেছিল ২০১০ সালে। নজর থাকবে লুই এনরিকে বনাম সিমোনে ইনজাঘির মস্তিষ্কযুদ্ধের দিকেও। এ বারের ফাইনাল মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। রাত সাড়ে ১২টা থেকে শুরু ম্যাচ। খেলা দেখা যাবে সোনির বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement