Darjeeling

করোনার ভয়, পিছিয়ে পর্যটন

গ্রামীণ পাহাড়ি এলাকায় বাইরের লোক ঢোকা নিয়ে এখনও আপত্তি স্থানীয়দের। আবার উল্টো দিকে, পাহাড় খোলার পরে সেখানে বেড়াতে গিয়ে স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েছিলেন যাঁরা, তাঁদের সব স্বাভাবিক হওয়ার আগে আবার ঘুরতে আসায় আপত্তি রয়েছে। 

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৪:৩৩
Share:

প্রতীকী চিত্র।

করোনা সংক্রমণ এবং স্থানীয় সমাজ— এই দুইয়ের মাঝে আটকে গিয়েছে উত্তরের পর্যটন। তাই গত এক মাসে পাহাড়, সমতলে পর্যটন চালু হলেও সাড়া এখনও খুবই কম। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে সচেতনতার প্রচার চালালেও কিছু হোম-স্টেতে বুকিং ছাড়া আপাতত খোঁজখবরও কম। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো গুরুত্বপূর্ণ শৈলশহরে এখনও পর্যটকদের আনাগোনা শুরু হয়নি।

Advertisement

পর্যটন ব্যবসায়ী ও প্রশাসনের একটি অংশ মেনে নিচ্ছে, করোনা সংক্রমণের আতঙ্ক এখনও পাহাড়কে ছেয়ে রেখেছে। পাহাড়বাসীদের অনেকেই এখনও এই নিয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাই এখনও তাঁরা অর্থনীতির বদলে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যকে। তাই দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও সিকিম মিলিয়ে বেশ কিছু জায়গায় চালু হয়নি পর্যটন। গ্রামীণ পাহাড়ি এলাকায় বাইরের লোক ঢোকা নিয়ে এখনও আপত্তি স্থানীয়দের। আবার উল্টো দিকে, পাহাড় খোলার পরে সেখানে বেড়াতে গিয়ে স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েছিলেন যাঁরা, তাঁদের সব স্বাভাবিক হওয়ার আগে আবার ঘুরতে আসায় আপত্তি রয়েছে।

পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, ‘‘গত ছ’মাসে পর্যটন শিল্পের বিপুল ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে আমরা সরকারি অতিথি নিবাসগুলি স্বাস্থ্যবিধি মেনে খুলছি। বেসরকারি স্তরেও ধীরে ধীরে পরিস্থিতি বদল হচ্ছে। আর একটু সময় তো লাগবেই।’’ সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, বণিকসভা সিআইআই এবং পর্যটন সংগঠনগুলি পাহাড়ের বিভিন্ন প্রান্তে সচেতনতার কাজ চালিয়েছে। ডুয়ার্সেও কাজ হচ্ছে। গ্রাম ধরে ধরে স্যানিটাইজ়ার, স্যানিটাইজ়িং মেশিন, মাস্ক-সহ করোনো মোকাবিলার নানা সরঞ্জাম বিলিও হয়েছে। কিন্তু বহু জায়গায় বাসিন্দারা অনড় থাকায় হোম-স্টে, রিসর্ট বা হোটেল মালিকেরা এখনই ঝুঁকি নিতে চাইছেন না। তাঁর বলেছেন, ‘‘পর্যটকদের ডেকে এনে বিপদ বাড়ানোটা ঠিক নয়।’’

Advertisement

পাহাড়ে খোলা-বন্ধ

খোলা

• ডুয়ার্স: লাটাগুড়ি, চালসা, মূর্তি, জলদাপাড়া, চিলাপাতা, জয়ন্তী, সিসামারা

• কালিম্পং: কালিম্পং শহর, সামসিং, জলঢাকা, ঝান্ডি, গরুবাথান, চারকোল, চুইখিম, পেশক, আলগাড়া, রেশি, লিনসে

• দার্জিলিং: দার্জিলিং শহর, মিরিক, কার্শিয়াং, মংপু, সিটং, রঞ্জু ভ্যালি, লাটপাঞ্চার, সেলফু, তাকদা, লামাহাটা, তিস্তা ভ্যালি, সান্দাকফু

• সিকিম: গ্যাংটক, রাবাংলা, পেলিং

বন্ধ

• কালিম্পং: লাভা, লোলেগাঁও, রিশপ, কোলাখাম

• দার্জিলিং: দাওয়াপানি, রংঙারুন, গ্রামীণ কিছু এলাকা

• সিকিম: লাচেন, লাচুং, ইয়ুমথাং ভ্যালি, জ়িরো পয়েন্ট, ছাঙ্গু, গুরুদোংমার, ইয়োকসাম, দারাপ, হি বার্মিয়ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন