ভোট নিয়ে প্রশিক্ষণ

আগামী ১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা সিইও দফতরের। সেখানে লোকসভা ভোটের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কী কী নতুন নিয়মকানুন চালু করছে, কী ই বা হবে কমিশনের পদক্ষেপ— সে সব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৬
Share:

রাজ্য নির্বাচন কমিশন।

লোকসভা ভোটের প্রস্তুতি পর্বে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) দফতর। পাশাপাশি, বিভিন্ন জেলায় ভোটের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের (ওসি-আইনশৃঙ্খলা) প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারা।

Advertisement

আগামী ১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা সিইও দফতরের। সেখানে লোকসভা ভোটের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কী কী নতুন নিয়মকানুন চালু করছে, কী ই বা হবে কমিশনের পদক্ষেপ— সে সব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিইও দফতরের এক কর্তার কথায়, ‘‘ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়েই আলোচনা হবে।’’ তবে সর্বদলীয় বৈঠকটি কোথায় হবে, তা এখনও স্থির হয়নি।

পরের দিন ওসিদের প্রশিক্ষণ হবে। ভোট পর্বে আইনশৃঙ্খলার ক্ষেত্রে কী ভাবে রিপোর্ট তৈরি হবে, বিভিন্ন অভিযোগ কী ভাবে গ্রহণ করা হবে— সে সব বিষয়ে প্রশিক্ষণ হওয়ার কথা। ওসি-আইনশৃঙ্খলা পদে সাধারণত থাকেন ডব্লিউবিসিএস অফিসারেরা। তাঁরাই জেলাস্তরে পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে রিপোর্ট প্রস্তুত করেন। এর পর ২৫ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার, সুপারদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে মূলত আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ কী ভাবে নিরপেক্ষ থাকবে, সেই বার্তাই দেবেন সিইও দফতরের কর্তারা। চলতি বছর সর্বস্তরেরই প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ব্যবস্থা করছে কমিশন। ফলে পুলিশ কর্তাদেরও পরীক্ষায় বসতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন