শহর-ঘেঁষা গ্রামেও ডাইনি অপবাদে খুন

একটি শহরাঞ্চল। অন্যটি গ্রাম হলেও শহর ঘেঁষা। বহরমপুর এবং লালগড়ের এই দুই এলাকা সাক্ষী রইল ডাইন অপবাদে নির্যাতনের। লালগড়ের রাসমণ্ডল গ্রামে রীতিমতো সালিশি ডেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক বৃদ্ধাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লালগড় ও বহরমপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০৩:১০
Share:

একটি শহরাঞ্চল। অন্যটি গ্রাম হলেও শহর ঘেঁষা। বহরমপুর এবং লালগড়ের এই দুই এলাকা সাক্ষী রইল ডাইন অপবাদে নির্যাতনের। লালগড়ের রাসমণ্ডল গ্রামে রীতিমতো সালিশি ডেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক বৃদ্ধাকে। আর বহরমপুরের ১ নম্বর ওয়ার্ডের কাশিমবাজারে এক প্রৌঢ়াকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল। দু’টি ঘটনা ইঙ্গিত দিচ্ছে, শুধু অনুন্নত, প্রত্যন্ত গ্রাম, কিংবা আদিবাসী সমাজে সীমাবদ্ধ নেই ডাইন অপবাদ।

Advertisement

ঝাড়গ্রাম শহর থেকে ১২ কিলোমিটার দূরে রাসমণ্ডল গ্রাম। রবিবার সন্ধ্যায় সেখানে ডাইনি অপবাদে কালন্দি মুর্মুকে (৭০) পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ১৪ জন অভিযুক্তের সকলেই বৃদ্ধার পরিজন ও প্রতিবেশী। মূল অভিযুক্ত কালন্দিদেবীর দেওর সত্য মুর্মু পলাতক। ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, ‘‘বাকিদের খোঁজ চলছে।’’

টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে মেয়ে-জামাইয়ের সঙ্গে থাকতেন বিধবা কালন্দিদেবী। কালন্দিদেবী মাসে হাজার টাকা করে আদিবাসী পেনশন পেতেন। একই উঠোনে অন্য এক মাটির বাড়িতে থাকেন কালন্দিদেবীর সৎ নাতি বাহাদুর হাঁসদা। রবিবার বাহাদুরের স্ত্রী বাসিমণি হাঁসদার (৩০) মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, রক্তাল্পতার কারণে হৃদ্্যন্ত্র বিকল হয়ে মৃত্যু। রবিবার সন্ধ্যায় কালন্দিদেবীর উঠোনে বসে সালিশিসভা। ওই বৃদ্ধাকে ডাইন ঠাওর করে শুরু হয় লাঠিপেটা। কালন্দিদেবীর মেয়ে আহ্লাদি বলে, “ওরা মাকে বেধড়ক লাঠিপেটা করে মেরে ফেলে।’’ স্বেচ্ছাসেবী মহিলা সংস্থা ‘সুচেতনা’র সম্পাদক স্বাতী দত্ত বলেন, “রাসমণ্ডল গ্রামটি আদৌ প্রত্যন্ত নয়। এই ঘটনার পিছনে রয়েছে ব্যক্তিগত আক্রোশ ও বাস্তু দখলের উদ্দেশ্য।’’ লালগড়ের বিডিও অভিজিত্‌ সিংহ জানান, ওই গ্রামে সচেতনতা প্রচারের ব্যবস্থা হবে।

Advertisement

কাশিমবাজারে রবিবার বছর পঞ্চাশের প্রৌঢ়াকে ডাইনি অপবাদ দিয়ে দেবদারু গাছে বেঁধে প্রতিবেশী অসিত বিশ্বাস ও তাঁর পরিজনেরা মারধর করে বলে অভিযোগ। অসিতবাবুর ছোট ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা। ওই পরিবারের অভিযোগ, পুত্রবধূর অনিষ্ট করছিলেন ওই প্রৌঢ়া। তাই এই মারধর। পুলিশ গিয়ে প্রৌঢ়াকে উদ্ধার করে। তিনি মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ হলেও সোমবার রাত অবধি কেউ গ্রেফতার হয়নি। মুর্শিদাবাদের পুলিশ সুপার সি সুধাকর বলেন, ‘‘অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।’’

সোমবার ডাইনি অপবাদে ফের পিটিয়ে মারার অভিযোগ ওঠে ঝাড়খণ্ডেও। ঘটনাটি ঘটেছে গিরিডির তিসরি থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত যুগল হাসদা নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন