—ফাইন চিত্র।
শিল্পের জন্য পদযাত্রা দেখেছে বাংলা। এ বার সেই বাংলায় উন্নয়ন ও মানুষের কল্যাণে পদযাত্রা হবে।
সিঙ্গুর থেকে শালবনিতে শিল্পের জন্য পদযাত্রা সবে শুক্রবারই শেষ করেছে বিরোধী বামেরা। আর এ দিনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে ‘উন্নয়ন ও প্রগতির যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে শাসক তৃণমূল। আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি রাজ্যের প্রতিটি ব্লকে তাঁদের পদযাত্রা হবে বলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘‘আমাদের সাড়ে চার বছরে উন্নয়নমূলক কাজের ফিরিস্তি নিয়ে তৃণমূলের কর্মীরা মানুষের দরজায় দরজায় যাবেন।’’
সদ্য বামেরা শিল্পের জন্য পদযাত্রার কর্মসূচি সংগঠিত করেছে। তারই পাল্টা হিসেবেই কি তাঁরা পথে নামছেন? পার্থবাবু স্পষ্ট বলেন, ‘‘ওরা (বামেরা) মানুষের দরজায় যাচ্ছে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। নিজেদের ক্ষমতায়নের জন্য ওরা হেঁটেছে। আর আমরা মানুষের কল্যাণের জন্য হাঁটব।’’
তৃণমূলের পদযাত্রা ব্লক থেকে শুরু করা হলেও, পার্থবাবুরা চান একটা নির্দিষ্ট স্থানে শেষ করতে। তিনি জানান, কোথার থেকে এসে পদযাত্রা কোথায় শেষ করা হবে এবং সেখানে দলের শীর্ষ নেতারা যাতে থাকতে পারেন তার জন্য তৃণমূল নেতৃত্ব পরিকল্পনা তৈরি করছেন। সময় মতো তা জেলা নেতাদের জানিয়ে দেওয়া হবে বলে পার্থবাবু বলেন।