সেই ছাত্র হতে চান ট্রিপল মাধ্যমিক

দু’বার মাধ্যমিক দিয়েছেন এবং পাশও করেছেন। কিন্তু ডবল মাধ্যমিকে মোটেই খুশি হতে পারেননি তিনি। চান ট্রিপল করতে। তাই মধ্যশিক্ষা পর্ষদের কাছে ফের ওই পরীক্ষায় বসতে চেয়ে দরবার করেছিলেন নদিয়ার হাঁসখালির সুমন মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৬
Share:

দু’বার মাধ্যমিক দিয়েছেন এবং পাশও করেছেন। কিন্তু ডবল মাধ্যমিকে মোটেই খুশি হতে পারেননি তিনি। চান ট্রিপল করতে। তাই মধ্যশিক্ষা পর্ষদের কাছে ফের ওই পরীক্ষায় বসতে চেয়ে দরবার করেছিলেন নদিয়ার হাঁসখালির সুমন মণ্ডল।

Advertisement

পুলিশি সূত্রের খবর, দু’বার পরীক্ষা দিয়েও সেগুলিকে বাতিল করে ফের পরীক্ষায় বসার আবেদন করার সঙ্গে সঙ্গে সুমনের দাবি, দ্বিতীয় বার জীবনবিজ্ঞানের উত্তরপত্র জমা না-দিয়েও তিনি পাশ করেছেন বলে জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তদন্তে অবশ্য দেখা গিয়েছে, দু’বার নাম ভাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ওই পরীক্ষার্থীর বিভিন্ন বক্তব্য ও দাবির বেশ কয়েকটি ভুয়ো। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, সুমনের বক্তব্য অনুযায়ী ২০১৬ সালের পরীক্ষায় তিনি জীবনবিজ্ঞানের খাতা জমা না-দিয়েও পাশ করে যান। সেই দাবি খতিয়ে দেখার জন্য পর্ষদ অয়ন মণ্ডল (সুমন ২০১৬ সালের পরীক্ষায় এই নাম ব্যবহার করেছিলেন)-এর খাতা বার করেছিল। তাতে দেখা গিয়েছে, জীবনবিজ্ঞানে তিনি ২০ নম্বর পেয়েছেন। সেই খাতা এ দিন ফের খতিয়ে দেখা হয়। নম্বরে কোনও ভুল নেই বলে জানান এক পর্ষদকর্তা। অর্থাৎ ওই ছাত্র মিথ্যে তথ্য দিচ্ছেন বলে অভিযোগ পর্ষদ-কর্তৃপক্ষের।

প্রথমে নদিয়ার যশোদামণি হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন সুমন। সে-ক্ষেত্রে তাঁর জন্ম-তারিখ এবং অন্যান্য নথিপত্র ঠিক থাকলেও গন্ডগোল দেখা যাচ্ছে দ্বিতীয় বারের মাধ্যমিক নিয়ে। ২০১৬ সালে বেনালি ডিসি হাইস্কুল থেকে দ্বিতীয় বার পরীক্ষা দেন সুমন। সে-ক্ষেত্রে গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্ষদ-সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘খাতার নম্বরের ক্ষেত্রে কোনও গোলমাল নেই। দু’টি স্কুলের নথিপত্রই পরীক্ষা করা হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন