West Bengal

Oath: দুই মন্ত্রী-সহ ১২ বিধায়কের শপথগ্রহণ শুক্রবার

দুই মন্ত্রী-সহ পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১২ জন বিধায়ক শপথ নেবেন আগামী শুক্রবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৯:০১
Share:

ফাইল চিত্র।

দুই মন্ত্রী-সহ পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১২ জন বিধায়ক শপথ নেবেন আগামী শুক্রবার। বিধানসভার সচিবালয় থেকে ওই বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে শপথগ্রহণের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যের দুই মন্ত্রীও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ শুক্রবার শপথ নিতে পারেন। দুই মন্ত্রীই করোনা সংক্রমণের কারণে বিধানসভা শপথগ্রহণের দিন হাজির হতে পারেননি।

Advertisement

ব্রাত্য-রথীন উভয় মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন ভার্চুয়ালি। এ ছাড়াও ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও কোভিড পজিটিভ হওয়ায় শপথ নিতে পারেননি। যোগাযোগের অসুবিধার কারণে শপথ নিতে পারেননি তৃণমূলে প্রতীকে জেতা নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান, রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা।

বিরোধী শিবির বিজেপি-রও চার বিধায়ক ৬-৭ মে শপথগ্রহণের সময়ে শপথ নেননি। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস করোনায় সংক্রমিত হওয়ায় বিধায়কপদে শপথ নিতে পারেননি। এ ছাড়াও গেরুয়া শিবিরের পক্ষে শপথ নেওয়া বাকি রয়েছে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। সূত্রের খবর, ১২ জনের মধ্যে বেশিরভাগ বিধায়কই শুক্রবার শপথ নেবেন বলে জানিয়ে দিয়েছেন বিধানসভার আধিকারিকদের। করোনায় আক্রান্ত হওয়ায় মোট ৬ জন বিধায়ক শপথ নিতে পারেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন