Asansol Murder case

গলা কেটে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! দম্পতির দেহ উদ্ধার কুলটিতে

স্ত্রী মেঝেয় পড়ে রয়েছে। গলা কাটা। রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর। আর গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ ঝুলছে সিলিং থেকে। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের কুলটির আলডি গ্রামে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৪:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

স্ত্রী মেঝেয় পড়ে রয়েছে। গলা কাটা। রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর। আর গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ ঝুলছে সিলিং থেকে। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের কুলটির আলডি গ্রামে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’টি দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। পুলিশ সূত্রে খবর, মৃত স্বামীর নাম রূপকুমার বাউরি এবং স্ত্রীর নাম মালা বাউরি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রীকে খুন করেন রূপকুমার। ধারালো অস্ত্র দিয়ে নিজেরও গলা কাটার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তা তিনি পারেননি। শেষমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রূপকুমার।

প্রতিবেশীদের বক্তব্য, দম্পতির চার মেয়ে। এক জনের বিয়ে হয়ে গিয়েছে। বাকিরা স্কুলে পড়াশোনা করে। পড়শিদের দাবি, নানা জায়গায় ধার-দেনা করেছিলে দম্পতি। টাকা ফেরতের জন্য পাওনাদারেরা প্রায়ই চাপ দিতেন তাঁদের। তা নিয়ে ঘরে ঝামেলা-অশান্তি লেগেই থাকত। বাজারে দেনার কারণে এই ঘটনা কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement