Civic Volunteers in Bhangar

খাকি উর্দিতে কেন দুই সিভিক, প্রশ্ন ভাঙড়ে

বুধবার ভাঙড়-১ ব্লকে মনোনয়ন কেন্দ্রে খাকি উর্দিতে ডিউটি করতে দেখা যায় ভাঙড় থানার দুই সিভিককে। তা-ও সিভিক ভলান্টিয়ারের পোশাকে নয়, খাকি উর্দিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড়  শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ০৭:২১
Share:

ভাঙড়ে মনোনয়ন কেন্দ্রে খাকি উর্দি পরে ডিউটি করতে দেখা গেল দুই সিভিক ভলান্টিয়ারকে। —প্রতীকী ছবি।

হাই কোর্টের স্পষ্ট নির্দেশ, ভোটে কোনও ভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নয়। তা সত্ত্বেও ভাঙড়ে মনোনয়ন কেন্দ্রে খাকি উর্দি পরে ডিউটি করতে দেখা গেল দুই সিভিক ভলান্টিয়ারকে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

Advertisement

বুধবার ভাঙড়-১ ব্লকে মনোনয়ন কেন্দ্রে খাকি উর্দিতে ডিউটি করতে দেখা যায় ভাঙড় থানার দুই সিভিককে। তা-ও সিভিক ভলান্টিয়ারের পোশাকে নয়, খাকি উর্দিতে। ওই দুই সিভিকের দাবি, তাঁরা ব্লক অফিসের সামনে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছিলেন। তবে পোশাক নিয়ে মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের দাবি, সিভিক ভলান্টিয়ারেরা শাসকদলের ছত্রচ্ছায়ায়, তাদের সুপারিশ অনুযায়ী কাজ পেয়েছে। মনোনয়ন কেন্দ্রে তাঁরা থাকলে, শাসকদলের বাড়তি সুবিধা। সিপিএমের রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ বলেন, ‘‘শাসকদলের সুবিধা করে দিতেই পুলিশ সিভিক ভলান্টিয়ারদের খাকি উর্দি পরিয়ে মনোনয়ন কেন্দ্রে ডিউটি করাচ্ছে। পুলিশ ও শাসকদল মিলে হাই কোর্টের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না।’’

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘পুলিশ শাসকদলের দলদাস হয়ে কাজ করছে। শাসকদলকে সুবিধা করে দিতেই সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনী কাজে লাগানো হচ্ছে।’’

Advertisement

ভাঙড় থানার এক পুলিশ কর্তার অবশ্য দাবি, ‘‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। ওই পোশাক কোথা থেকে পেল, তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন