Drowned

খেলার পরে বালিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র

মঙ্গলবার পাড়ায় খেলাধুলোর পরে সন্ধ্যায় বালির বারেন্দ্রপাড়ায় গঙ্গায় নেমেছিলেন আয়ুষ এবং যোগেশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক জন নবম এবং অন্য জন দশম শ্রেণিতে পড়াশোনা করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২১:৫৯
Share:

মঙ্গলবার রাতে গঙ্গায় দুই ছাত্রের খোঁজে চলছে তল্লাশি। — নিজস্ব চিত্র।

বালিতে গঙ্গায় তলিয়ে গেল দুই ছাত্র। পাড়ায় ফুটবল খেলার পরে নদীতে স্নান করতে নেমেছিল দু’জন। তখনই এই ঘটনা। খবর পেয়ে পুলিশ গঙ্গায় ডুবুরি নামায়। যদিও মঙ্গলবার রাত পর্যন্ত দুই ছাত্রের খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ছাত্রের নাম আয়ূষ শর্মা এবং যোগেশ সিপানি।

Advertisement

মঙ্গলবার পাড়ায় খেলাধুলোর পরে সন্ধ্যায় বালির বারেন্দ্রপাড়ায় গঙ্গায় নেমেছিলেন আয়ুষ এবং যোগেশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক জন নবম এবং অন্য জন দশম শ্রেণিতে পড়াশোনা করে। বেলুড়ের দু’টি আবাসনে থাকে তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারেন্দ্রপাড়ায় গঙ্গার ঘাট সংলগ্ন একটি মাঠে রোজই বিভিন্ন জায়গা থেকে ছেলেরা খেলতে আসে। তারা খেলা শেষে গঙ্গায় স্নান করে বাড়ি ফেরে। অন্য দিনের মতো মঙ্গলবারও ওই দুই ছাত্র খেলা শেষে নদীতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তখনই তলিয়ে যায় দু’জন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বালি থানার পুলিশ। গঙ্গায় ডুবুরি নামিয়ে রাত পর্যন্ত দুই ছাত্রের খোঁজে তল্লাশি চালানো হয়। যদিও এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement