State news

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আটক দুই সশস্ত্র মাওবাদী!

সোমবার সকালে কালীঘাট থানার পুলিশ তাঁদের আটক করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১৮:৫৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়ির কাছ থেকে মাওবাদী সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। তাঁদের নাম সুন্দরী সিংহ সর্দার ও সুজাতা সিঙ্গুরা। বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি এলাকায়।

Advertisement

সোমবার সকালে কালীঘাট থানার পুলিশ তাঁদের আটক করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই দু’জনকে। এ ভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কাশ্মীরে অশান্তি ছড়াতে টাকা! গিলানির জামাই সহ ধৃত ৭

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দু’জনের কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তাঁদের এখানে আসার প্রকৃত উদ্দেশ্য জানতে দুপুরে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের জেরা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement