জব কার্ড থাকলেও কাজ নেই সবার, বিধানসভায় অভিযোগ উদয়নের

উদয়নবাবু বলেন, ‘‘দিদিকে বলো’ কর্মসূচিতে গ্রামে গিয়ে এইরকম অভিযোগ পেয়েছি। অনেকেই কার্ড দেখিয়ে বলেছন, কাজ পাননি তাঁরা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০৩:৩২
Share:

উদয়ন গুহ।

১০০ দিনের জব কার্ড আছে। কিন্তু কাজ পান না। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এইরকম ভুরিভুরি অভিযোগ পেয়েছিলেন। বুধবার বিধানসভার অধিবেশনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে তা নিয়েই প্রশ্ন করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘এইরকম হয়ে থাকলে ঠিক হয়নি। জেলা শাসককে বিষয়টি খতিয়ে দেখতে বলছি।’’

Advertisement

এদিন বিধানসভার প্রশ্নোত্তরপর্বে উদয়নবাবু ১০০ দিনের কাজ সম্পর্কিত অভিযোগটি তোলেন। তিনি বলেন, ‘‘জব কার্ড রয়েছে বহু মানুষের। কিন্তু সকলে কাজ পাচ্ছেন না। কার্ড হোল্ডারদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, তাঁরাই কাজ পান। অন্যরা বঞ্চিত হচ্ছেন। এটা কেন হবে?’’ দলীয় বিধায়কের এই প্রশ্নের জবাবে সুব্রতবাবু বলেন, ‘‘এটা হওয়ার কথা নয়।’’ পরে উদয়নবাবু বলেন, ‘‘দিদিকে বলো’ কর্মসূচিতে গ্রামে গিয়ে এইরকম অভিযোগ পেয়েছি। অনেকেই কার্ড দেখিয়ে বলেছন, কাজ পাননি তাঁরা।’’ এই অব্যবস্থায় দল ও সরকার সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি। উদয়নের কথায়, ‘‘প্রশাসনিক কর্তারা একই কার্ড হোল্ডারকে কাজ দিয়ে শ্রমদিবসের সংখ্যা বাড়াতে চেয়েছেন। কিন্তু যাঁরা কাজ পাচ্ছেন না, তাঁদের ধারণা হচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণেই বঞ্চনা করা হচ্ছে।’’

প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েকটি জেলা সফরে প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি দেখতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের তিনি জানিয়ে দিয়েছেন, যেত বেশি সম্ভব বাড়িতে কাজের সুযোগ পৌঁছে দিতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন